• ঢাকা বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১
logo

ফেনীতে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ফেনী প্রতিনিধি

  ১০ জানুয়ারি ২০১৮, ১৬:০১

ফেনী সদর উপজেলা থেকে এক ক্ষুদ্র ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে উপজেলার ধলিয়ার ইউনিয়নের বালুয়া চৌমুহনী বাজারের একটি খালের পার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের নাম মো. শরীফ। তিনি ওই ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী স্থানীয়দের বরাত দিয়ে আরটিভি অনলাইনকে জানান, বুধবার সকালে বালুয়া চৌমুহনী বাজারের পাশে গজারিয়া খালের পারে শরীফের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আরো জানান, প্রাথমিকভাবে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে এটি হত্যা কি না তা ময়নাতদন্তের পর জানা যাবে।

নিহত শরিফের শহরের ডায়াবেটিস হাসপাতালের সামনে একটি চায়ের দোকান ছিল।

নিহতের ভাতিজা মো. হায়দার আলী আরটিভি অনলাইনকে জানান, শরিফের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে তার সৎ ভাইদের বিরোধ চলে আসছিল।

জেবি/জেএইচ

আরও পড়ুন

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেনীতে ছাত্র হত্যাচেষ্টা মামলা, গ্রেপ্তার ৪ 
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় ফেনীতে গ্রেপ্তার ৩
খামার কর্মচারীকে কুপিয়ে হত্যা করে গরু লুট
ময়মনসিংহে বিভাগীয় কমিশনার ও ফেনীর ডিসি পদে নতুন মুখ