ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সবজি বিক্রেতার
দিনাজপুরের ঘোড়াঘাটে যাত্রীবাহী ভ্যানে ট্রাকের ধাক্কায় এক ভ্যান যাত্রী নিহত হয়েছেন।
রোববার (১২ জানুয়ারি) সকাল ৮টায় উপজেলার ভেলাইন ভান্ডারী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি উপজেলার কুলানন্দপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে মিজানুর রহমান (৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিজানুর রহমান টমেটো নিয়ে রাণীগঞ্জ বাজারে বিক্রি করার জন্য যাচ্ছিলেন। তিনিসহ কয়েকজনের ভ্যানটি বুলাকীপুর ইউনিয়নের ভান্ডারী বাজারে পৌঁছালে এ সময় দিনাজপুর গামী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ভ্যান থেকে মিজানুর রহমান ছিটকে রাস্তায় পড়ে যায়। সে সময় স্থানীয়রা গুরুর আহত মিজানুরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক জানান, ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে ট্রাকটি পালিয়ে যায়। ট্রাকটি সনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে সড়ক পরিবহন আইনে একটি মামলার প্রস্তুতি চলছে। মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরটিভি/এএএ/এআর
মন্তব্য করুন