স্কুল থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল শিশুর
বাগেরহাটের মোংলায় স্কুল থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে মরিয়ম নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার দিগরাজ রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
মরিয়ম দিগরাজ এলাকার রোকন শেখের মেয়ে।
প্রত্যক্ষদর্শী হেলাল শেখ জানান, মরিয়ম মায়ের সঙ্গে রেললাইনের পাশ দিয়ে হেঁটে স্কুল থেকে আসছিল। এমন সময় খুলনা থেকে ছেড়ে আসা মোংলাগামী একটি ট্রেন আসে। সে সময় ট্রেনের নিচে কাটা পড়ে সে ঘটনাস্থলেই মারা যায়।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনাস্থল থেকে জানান, দুর্ঘটনার বিষয়টি জানার পর তিনিসহ রেলওয়ে পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরটিভি/এএএ
মন্তব্য করুন
রেলস্টেশনের স্ক্রিনে ভেসে উঠল 'ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে'
খুলনা রেলস্টেশনে মূল ফটকের সামনে ডিজিটাল ব্যানারে 'ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে' বলে একটি লেখা প্রচার হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ করেছে বিএনপি নেতাকর্মীরা। এ সময় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
শনিবার (১৪ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, সন্ধ্যার পর খুলনা রেলস্টেশনের মূল ফটকে ডিজিটাল ব্যানারে হঠাৎ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে নিয়ে একটি লেখা প্রচার হতে থাকে। সেখানে লেখা ছিল, 'ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আবার আসবে।' পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীরা রেলস্টেশনে যান। সেখানে তারা এ ঘটনায় বিক্ষোভ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ জিজ্ঞাসাবাদ করে রেলস্টেশন থেকে একজনকে আটক করে।
এ সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা বলেন, কে বা কাদের ইন্ধনে এমন দুঃসাহসিক কাজ করল তার সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনার জোর দাবি জানাই। স্বৈরাচারের দোসর ও দালালদের কঠিন বিচার করতে হবে। এদের কঠিন শাস্তির দাবি জানাচ্ছি।
রেলওয়ে থানা পুলিশের ওসি জানান, ডিজিটাল প্যানা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে বলে জানিয়েছে খুলনা সদর থানা পুলিশ।
এদিকে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ব্যবস্থাপক মামুনুল ইসলাম বলেন, এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আরটিভি/এআর
৩০০ ফিটের লেক থেকে উদ্ধার তরুণীর মরদেহের পরিচয় মিলেছে
অবশেষে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট সড়ক এলাকার লেক থেকে উদ্ধার হওয়া তরুণীর মরদেহের পরিচয় মিলেছে। তার নাম সুজানা। তিনি রাজধানীর ভাসানটেক সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে খবর পেয়ে ওই মরদেহটি শনাক্ত করেন সুজানার মা চম্পা বেগম।
সুজানা রাজধানীর কাফরুল থানার কচুক্ষেত এলাকার মৃত আব্বাস মিয়ার মেয়ে। তাদের বাসা ওই এলাকার তামান্না কমপ্লেক্সের পাশে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম।
পরিবারের বরাত দিয়ে তিনি জানান, সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন সুজানা। এরপর রাতে তিনি আর বাসায় ফিরেননি। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) গণমাধ্যমে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধারের খবর পেয়ে পরিবারের সদস্যরা পুলিশের সঙ্গে যোগাযোগ করে মরদেহটি সুজানার বলে শনাক্ত করেন।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া মরদেহটি মিরপুরের বাসিন্দা সুজানার। তিনি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। মরদেহের সঙ্গে উদ্ধার হওয়া মোটরসাইকেলের হেলমেটটিও শনাক্ত করেছে পুলিশ। হেলমেটটি ১০ম শ্রেণির শিক্ষার্থী কাব্যের বলে নিশ্চিত করেছে তার পরিবার।
তারা জানান, সুজানা ও কাব্য পরস্পর বন্ধু। তারা উভয়েই মিরপুরের বাসিন্দা। সুজানার মরদেহ মিললেও নিখোঁজ রয়েছে কাব্য। তাকে উদ্ধারে অভিযান চালছে বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হবে বলেও জানান পুলিশ সুপার মেহেদী ইসলাম।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, নিহতের গলা ও মুখমণ্ডলে একাধিক আঘাতের ক্ষতচিহ্ন পাওয়া গেছে। মরদেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, গত রাতে তার মৃত্যু হয়েছে। মরদেহের ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
প্রসঙ্গত, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের বউরারটেক এলাকায় পূর্বাচল উপ-শহরের ২ নম্বর সেক্টরের ৪ নম্বর সেতুর নিচের লেকে এক তরুণীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে জানায়। পরে মরদেহটি উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করে রূপগঞ্জ থানা পুলিশ। মরদেহের পাশ থেকে মোটরসাইকেলের একটি হেলমেট ও একটি ছোট ব্যাগ পেয়ে পুলিশ সেগুলো জব্দ করে।
পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদরের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়। পাশাপাশি তার পরিচয় শনাক্তের জন্য নানা তৎপরতা শুরু করে থানা পুলিশসহ জেলার আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা।
আরটিভি/এএ/এআর
পূর্বাচলের লেক থেকে সেই কলেজছাত্রীর বন্ধুর মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের পূর্বাচলের ৩০০ ফিট সড়ক এলাকার লেক থেকে কলেজছাত্রী সুজানার মরদেহ উদ্ধারের ২৪ ঘণ্টা পর কাব্য নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের বউরারটেক এলাকায় পূর্বাচল উপশহরের ২নং সেক্টরের ৪নং সেতুর নিচের লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম।
নিহত কাব্য রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ও সুজানা ভাসানটেক সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্রী। সুজানা ও কাব্য পরস্পর বন্ধু।
এ দিকে এক সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোটরসাইকেলের ওভার স্পিডের কারণে দুর্ঘটনায় তারা নিহত হয়েছেন। এ সময় ওই লেক থেকে কাব্যের মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে ময়নাতদন্তের পর বোঝা যাবে এটি হত্যাকাণ্ড কিনা।’
এ সময় মরদেহের পাশ থেকে মোটরসাইকেলের একটি হেলমেট ও একটি ছোট ব্যাগ পুলিশ জব্দ করেছে। এর আগে মঙ্গলবার একই লেকের অন্য পাশ থেকে ভাসমান অবস্থায় সুজানার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার বলেন, ‘গত সোমবার বিকেলে বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় সুজানা। এরপর রাতে সে আর বাসায় ফেরেনি। মরদেহের সঙ্গে উদ্ধার হওয়া মোটরসাইকেল ও হেলমেট শনাক্ত করা হয়েছে। হেলমেটটি কাব্যের বলে নিশ্চিত করেছে তার পরিবার। সুজানা ও কাব্য পরস্পর বন্ধু। তারা উভয়েই মিরপুরের বাসিন্দা। মঙ্গলবার সুজানার মরদেহ মিললেও কাব্য নিখোঁজ ছিলেন। বুধবার সকালে একই লেকের অন্যপাশ থেকে কাব্যের মরদেহ উদ্ধার করা হয়।’
আরটিভি/এমকে-টি
স্ত্রী-সন্তানকে শ্বশুরবাড়ি রেখে এসে ঋণগ্রস্ত যুবকের আত্মহত্যা
চট্টগ্রামের আনোয়ারায় মো. রফিক (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামের হাজিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বুধবার (১৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন।
রফিক স্থানীয় খায়ের আহমদের ছেলে। তার স্ত্রী ও এক শিশুকন্যা রয়েছে। তিনি পেশায় একজন চায়ের দোকানের কর্মচারী।
এ বিষয়ে আনোয়ারা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানায় পুলিশ।
স্থানীয়রা জানান, রফিক কিছুদিন ধরে অর্থ সংকটে ভুগছিল, লোকজনের থেকে টাকা নিয়ে রফিক ঋণগ্রস্ত হয়ে পড়েন। পরিবারে মা-বাবা ও তিন ভাই থাকলেও সবাই পৃথকভাবে থাকেন। মঙ্গলবার দুপুরে রফিক তার স্ত্রী-সন্তানকে শ্বশুর বাড়ি রেখে আসেন। রাত ৯টার দিকে দরজা বন্ধ করে ঘরের ভেতর রশি দিয়ে রফিক ফাঁস দেয়। প্রতিবেশীরা বুঝতে পেরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, ‘পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, অর্থ সংকটের কারণে সে আত্মহত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’
আরটিভি/এমকে
পূর্বাচলে বুয়েট শিক্ষার্থী নিহত, প্রাইভেটকার নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানাল পুলিশ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দ্রুতগতির প্রাইভেটকারের ধাক্কায় এক বুয়েট শিক্ষার্থী নিহত ও দুই শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে সাবেক সেনা কর্মকর্তার নামে রেজিস্ট্রেশনকৃত প্রাইভেটকারটি থেকে বিয়ারের ক্যান ও মদের বোতল উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) এসব তথ্য জানিয়েছে পুলিশ।
জানা গেছে, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ৮টার দিকে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হন বুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহতাসিম মাসুদ, অমিত সাহা ও মেহেদী হাসান। পরে তিন বন্ধু মিলে ৩০০ ফিট সড়কে ঘুরতে বের হন। সেখানে নীলা মার্কেটে তারা রাতের খাবার খান। পরে বাসায় ফেরার সময় নীলা মার্কেটের অদূরে একটি পুলিশ চেকপোস্টে তাদের থামানো হয়। ভোররাত আনুমানিক ৩টার দিকে পুলিশ চেকপোস্টে দাঁড়ানো অবস্থায় বেপরোয়া গতির একটি প্রাইভেটকার সেই চেকপোস্ট অতিক্রম করে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তারা তিন বন্ধু আহত হন। পরে পথচারীরা তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেন। অমিতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মেহেদীকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার মুবিন আল মামুন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহ আল মামুনের ছেলে এবং তিনিই প্রাইভেটকারটি চালাচ্ছিলেন। প্রাইভেট কারটির রেজিস্ট্রেশনও সাবেক ওই সেনা কর্মকর্তার নামে। ঘটনার পর প্রাইভেটকারটি তল্লাশি করে এক ক্যান বিয়ার ও একটি খালি মদের বোতল পাওয়া গেছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন নিহত মাসুদের পিতা ফরিদপুরের আলফাডাঙ্গার মাসুদ মিয়া।
নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, ‘এ ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের ডোপ টেস্টের জন্য পাঠানো হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
আরটিভি/এসএপি/এআর
সাভারে দুই চলন্ত গাড়িতে ডাকাতি, ৫ যাত্রীকে ছুরিকাঘাত-লক্ষাধিক টাকা লুট
রাজধানী ঢাকার অদূরে সাভার উপজেলায় পৃথক স্থানে চলন্ত বাস ও প্রাইভেটকারে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ যাত্রীকে ছুরিকাঘাত করে লক্ষাধিক টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে ডাকাতদল।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার কাঠগড়া-টঙ্গাবাড়ি আঞ্চলিক সড়কের দুর্গাপুর এলাকার ফোর স্পার্ক পোশাক কারখানা সংলগ্ন এলাকায় প্রাইভেটকারে একটি ঘটনা ঘটে। অপর ঘটনাটি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি এলাকা থেকে সিঅ্যান্ডবি ও ডেইরি গেইট এলাকার মাঝামাঝি ওয়েলকাম পরিবহনের একটি বাসে ঘটনা ঘটে।
ডাকাত দলের ছুরিকাঘাতে বাস যাত্রীদের মধ্যে শামীম হোসেন গুরুতর আহত হয়েছেন। তিনি সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। শামীম আশুলিয়ার শ্রীপুর এলাকায় ভাড়া বাসায় থেকে ঢাকার একটি বায়িং হাউজে চাকরি করেন। তার বাড়ি নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার কালিকাপুর গ্রামে।
ভুক্তভোগী বাসের যাত্রী পোশাক শ্রমিক হারুন-অর-রশিদ সাংবাদিকদের বলেন, আমি উলাইল স্ট্যান্ড থেকে ওয়েলকাম পরিবহনের বাসে উঠি। সামনে মহিলাদের আসনে বসা তিন যাত্রীর সঙ্গে বসলে, তারা আমাকে জানালার পাশের সিটে বসতে বলেন। তাদের কথামত জানালার পাশের সিটে বসার কিছুক্ষণ পর ওই তিনজন ধারাল অস্ত্র নিয়ে দাঁড়িয়ে যায়। তারা যাত্রীদের ভয় দেখিয়ে টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার হাতিয়ে নেয়। এর মধ্যে একজনকে ছুরিকাঘাত করেন। পরে আতঙ্কে বাসের অন্য যাত্রীরা যার কাছে যা ছিল সব তাদের দিয়ে দেয়।
ছুরিকাঘাতে আহত শামীম হোসেনের ভায়রা মিজানুর রহমান বলেন, আমার ভায়রা ভাই ওয়েলকাম বাসে করে আশুলিয়ার শ্রীপুরে যাচ্ছিলেন। যারা টাকাসহ মূল্যবান মালামাল দিতে চায়নি তাদেরকে ছুরিকাঘাত করেছে ডাকাতরা। তখন আমার ভায়রাকেও ধারালো অস্ত্র দিয়ে বুকেসহ কয়েক জায়গায় অস্ত্রের আঘাত করে। সব লুট করে নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হল সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি এলাকার ইউটার্নে গাড়ি থেকে নেমে পালিয়ে যায় ডাকাতরা। পরে যাত্রীদের ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে গিয়ে আহতদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডা. হাসান মাহবুব বলেন, ধারালো অস্ত্রের আঘাতে আহত চারজন হাসপাতালে এসেছিল। এর মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাকি যারা ছিল তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে বলেও জানান তিনি।
আশুলিয়া থানার সাব ইন্সেপেক্টর (এসআই) অলক কুমার দে বলেন, ঘটনার পর বিশমাইল এলাকায় ছাত্ররা ওই বাসের চালক ও তার সহকারীকে আটক করেছে। ঘটনাটি মূলত সাভার এলাকায়। তাই সাভার থানাকে অবহিত করেছি। তবে ওই বাসে ডাকাতি নয় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।
এছাড়া, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া জানান, ডাকাতির ঘটনার একটি ম্যাসেজ পেয়েছেন তিনি। তবে সুনির্দিষ্ট কেউ কোনো অভিযোগ করেন নাই। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
অন্যদিকে, আশুলিয়ায় চলন্ত প্রাইভেটকারের গতিরোধ করে লক্ষাধিক টাকাসহ মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে ডাকাত দল। শুক্রবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কাঠগড়া-টঙ্গাবাড়ি আঞ্চলিক সড়কের দুর্গাপুর এলাকার ফোর স্পার্ক পোশাক কারখানা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. রেজাউল করিম আশুলিয়া দক্ষিণ গাজীরচটের সিনসিন মোড় এলাকার এন আর এন নিটিং এন্ড গার্মেন্টস ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই মাসুদ রানা বাদী হয়ে আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বাদী মাসুদ রানার ভাই রেজাউল করিম সিরাজগঞ্জের বেলকুচি থেকে নিজস্ব প্রাইভেটকার যোগে ঢাকার মিরপুরের উদ্দেশে রওনা হয়। তিনি রাত সাড়ে ৯টার দিকে কাঠগড়া-টঙ্গাবাড়ি আঞ্চলিক সড়কের দুর্গাপুর এলাকার ফোর স্পার্ক পোশাক কারখানা সংলগ্ন এলাকায় পৌঁছালে তিন থেকে ৪ জন গতিরোধ করে। পরে গাড়ির সামনে ও দুই পাশের গ্লাস ভেঙে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় রেজাউল করিমের সঙ্গে থাকা ১ লাখ ১৩ হাজার টাকা, একটি আইফোন ও একটি রিয়েলমি ফোন লুট করে ডাকাতরা। তারা দেশীয় অস্ত্রে সজ্জিত ছিল।
পৃথকভাবে একই স্থানে ডাকাতের কবলে পড়া সাব্বির নামের এক যুবক বলেন, আশুলিয়ার কাঠগড়া-টঙ্গাবাড়ি সড়কের বড়বিছা এলাকায় আমি ডাকাতের কবলে পড়ি। সেখানে এক ডাকাতকে আমাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করি। পরে সেই ডাকাত সদস্য তাদের অন্য সদস্যের কাছে একটু এগিয়ে যেতেই আমি মোটরসাইকেল নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করি।
তিনি আরও বলেন, সেখান থেকে প্রায় কিলোমিটার দূরে গিয়ে জরুরি সেবা ৯৯৯ এ কল করি। কল আশুলিয়া থানায় ট্রান্সফার করা হলে থানা থেকে আমাকে বলা হয় সেখানে ফোর্স রয়েছে। ঘটনাস্থলে কোনো পুলিশ নেই জানালে টিম পাঠানো হচ্ছে বলে জানিয়ে দেন। এ ব্যাপারে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। এছাড়া আমি পার্শ্ববর্তী বেশ কয়েকটি দোকানে জানাই- সামনে ডাকাতি হচ্ছে। তারা বলেন- সেখানে প্রায়ই ডাকাতি হয় এটা সবাই জানে।
ডাকাতির বিষয়টি স্বীকার করে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ঘটনাস্থলে আমাদের টিম রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
আরটিভি/কেএইচ
মেহেরপুরে স্বামীর গোপনাঙ্গ কেটে পালিয়েছে স্ত্রী
মেহেরপুর শহরের চক্রপাড়া এলাকায় স্বামী ইমাম হোসেনের গোপনাঙ্গ কেটে পালিয়েছেন তার স্ত্রী নাসরিন খাতুন।
শনিবার (২১ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
পলাতক স্ত্রী নাসরিন বরিশাল জেলার বাবুগঞ্জ থানার আব্দুস সামাদ সিকদারের মেয়ে।
স্থানীয়রা জানান, পটুয়াখালীর দুমকি থানার মোতাহার হোসেনের ছেলে ইমাম হোসেনের সঙ্গে নাসরিনের বিয়ে হয়। এই দম্পতি চাকরির সুবাদে মেহেরপুর শহরের চক্রপাড়া এলাকার মনির হোসেনের বাড়িতে ভাড়া থাকেন। দাম্পত্য কলহ আর দুজনের মধ্যে মনোমালিন্য চলে আসছিল। এর জের ধরে স্বামীর গোপনাঙ্গ কেটে পালিয়ে যান স্ত্রী নাসরিন।
পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় ইমাম হোসেনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে উন্নত চিকিৎসার জন্য তাকে ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা।
মেহেরপুর সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) মেজবা রহমান বলেন, ‘আমাদের কাছে এরকম অভিযোগ এসেছে। ঘটনার তদন্ত করা হচ্ছে।’
আরটিভি/এমকে