নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন
নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে এবার লক্ষ্মীপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (১২ জানুয়ারি) দুপুরে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ ও সম্মিলিত লক্ষ্মীপুরবাসীর আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করা হয়।
এতে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, সংগ্রাম পরিষদের সমন্বয়ক সাইফুর রহমান রাসেল, কামালুর রহিম সমর, মো. আক্তার আলম, অ্যাডভোকেট সামসুল ফারুক, মো. শাহজালাল, বৃহত্তর নোয়াখালী মুরাদ, মো. খোরশেদ আলম, হোসাইনুল বাসার সিয়াম, আতোয়ার রহমান মনির, রবিউল ইসলাম, বিএম সাগর ও রাজিব হোসেন রাজুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, বৃহত্তর নোয়াখালীর প্রায় ১ কোটি মানুষের বসবাস। নোয়াখালী বিভাগ করার দীর্ঘদিনের এ দাবি সময়ের প্রয়োজনে এখন যৌক্তিক। বিভাগ বাস্তবায়নে বর্তমান সরকারের দৃষ্টি কামনা করছি।
সমন্বয়ক সাইফুর রহমান রাসেল বলেন, মানববন্ধন শেষে লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকারেরর মাধ্যম প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
আরটিভি/এএএ-টি
মন্তব্য করুন