• ঢাকা রোববার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১
logo

রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে বিক্ষোভ

রংপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ জানুয়ারি ২০২৫, ১৬:৫৮
ছবি : আরটিভি

প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাধারণ বিদ্যুৎ গ্রাহক ফোরাম।

রোববার (১২ জানুয়ারি) দুপুরে নগরীর শাপলা চত্বর এলাকায় একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর খামার মোড় নেসকোর প্রধান কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করে।

এ সময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে নিম্নমানের প্রিপেইড মিটার কিনে ২৬ হাজার কোটি টাকা মধ্যে ১৫ হাজার কোটি টাকা আত্মসাৎ করে জনগণকে জোর করে প্রিপেইড মিটার স্থাপনে বাধ্য করছে। নেসকো নিম্নমানের প্রিপেইড মিটার স্থাপনের মাধ্যমে প্রতি মাসে অবৈধভাবে ভাড়া আদায়ের চেষ্টা করছে। জনগণকে জোরপূর্বক প্রিপেইড মিটার ব্যবহার করতে বাধ্য করা যাবে না।

প্রতি মাসে ডিমান্ড চার্জ, সার্ভিস চার্জ ও মিটার ভাড়া আদায় করা চলবে না। জনস্বার্থকে হয়রানিমূলক প্রিপেইড মিটার স্থাপন অবিলম্বে বন্ধ করতে হবে। অন্যথায় তারা বৃহত্তর আন্দোলন যাবেন এবং প্রিপেইড মিটার বন্ধ করতে বাধ্য করা হবে বলে রংপুর নেসকো কর্তৃপক্ষকে হুশিয়ারি দেন।

এ সময় নেসকোর নির্বাহী প্রকৌশলী গোলাম হোসেনের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তিনি কথা বলতে অস্বীকৃতি জানান।

আরটিভি/এএএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পেরেক দিয়ে উপড়ানো হয় যুবকের দুই চোখ, কাটা হয় রগ
স্বাধীনতাবিরোধী একটি দল বিএনপির নামে মিথ্যাচার করছে: দুদু
বস্তিবাসীর সড়ক অবরোধ, মিরপুরে যান চলাচল বন্ধ
হলের পুরোনো নাম ফেরত চেয়ে ছাত্রীদের বিক্ষোভ