হাতিয়ায় সংরক্ষিত বনের গাছ কাটতে গিয়ে আটক ২
নোয়াখালীর হাতিয়ায় সংরক্ষিত বনে রাতের আঁধারে গাছ কেটে বন উজাড় করার সময় দুজনকে আটক করেছে জাহাজমারা বিট অফিসের বনরক্ষীরা। এ সময় তাদের কাছ থেকে গাছ কাটার কুড়াল ও দা জব্দ করা হয়।
রোববার (১২ জানুয়ারি) দুপুরে আটক দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন—উপজেলার জাহাজমারা ২নং ওয়ার্ডের বেছু মাঝির ছেলে মো. সাহারার (৫০) ও একই এলাকার মনির সর্দারের ছেলে আলতাফ হোসেন (৪০)।
জাহাজমারা বনবিভাগের রেঞ্জার সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিট অফিসার বোখারী আহমেদ টহল স্টাফ সহ চর ইউনুছ ও হাজীর গোপট এলাকায় দেখতে পান চার-পাঁচজন লোক কুড়াল দিয়ে গাছ কাটছে। এ সময় বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুইজনকে আটক করে বনরক্ষীরা। তবে গ্রুপের অন্য সদস্যরা পালিয়ে যায়।
এ সময় ঘটনাস্থলে তাদের কাটা আনুমানিক ৮০০টি ১ ফুট বেড়ের গেওয়া চারা গাছ ও রিং করা কেওড়া গাছের বাকল একটি, কুড়াল ও একটি দা জব্দ করা হয়।
আসামিরা জমি তৈরির উদ্দেশ্যে আনুমানিক ১.৫ একর জমির চারা গাছ এবং ১৫ বড় কেওড়া গাছের গোড়ায় কেটে রিং করেছে। সরকারি বাগানের ক্ষয়ক্ষতির বিবরণে সর্বমোট ১২ লাখ ৮০ হাজার টাকার পরিমাণ উল্লেখ করা হয়েছে। আটককৃতদের রোববার আদালতে বন আইনে জামিন অযোগ্য মামলায় সোপর্দ করা হয়েছে।
জাহাজমারা রেঞ্জ কর্মকর্তা এস এম সাইফুর রহমান বলেন, ১ ও ৩ নম্বর ওয়ার্ডের ম্যানগ্রোভ বন এলাকায় বিগত সরকারের আমলে জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সহযোগিতায় বনউজাড় ও ভূমি দখল বর্তমানেও অব্যাহত রয়েছে। বিগত সময়ে শতাধিক মামলা হলেও আসামিরা কোন রকম ভয় না পেয়ে অবৈধ কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। সরকারি বন রক্ষার্থে তিনি সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
আরটিভি/এএএ-টি
মন্তব্য করুন