• ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১
logo

শৈলকুপায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২০

আরটিভি নিউজ

  ১২ জানুয়ারি ২০২৫, ১৮:১২
ছবি: সংগৃহীত।

ঝিনাইদহের শৈলকুপায় বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের আহ্বায়ক কমিটি গঠনে আহ্বায়কের নাম প্রস্তাবকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

রোববার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার নাদপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলার নাদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের আহ্বায়ক কমিটি গঠন করা নিয়ে রোববার বিদ্যালয়ে মিটিং চলছিল। কমিটির আহ্বায়ক প্রার্থী ছিলেন উপজেলা জামায়াতের আমির মতিয়ার রহমান ও স্থানীয় বিএনপি নেতা নওশের আলির মেয়ে নুরজাহান বেগম। দুপুরে মিটিং চলাকালে নাম প্রস্তাব নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। একপর্যায়ে স্কুল থেকে বের হয়ে এসে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ২০ জন আহত হয়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাট।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় পুনরায় সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এ ব্যাপারে শৈলকুলা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বাবলু মোল্লা জানান, জামায়াতের লোকজন তাদের ওপর হামলা করেছে। এতে তাদের অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন।

আর শৈলকুপা উপজেলা জামায়াতের আমীর মতিয়ার রহমান পাল্টা দাবি করে জানান, তাদের ওপর বিএনপির লোকজন হামলা করেছে।

শৈলকুলা থানার ওসি মো. মাসুম খান গণমাধ্যমকে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ৪টি বাড়িঘরে হামলা ও ভাঙচুর করা হয়েছে।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সমমনাদের সঙ্গে কথা বলে নতুন কর্মসূচি দেবে বিএনপি
সুস্থ সুন্দর সমাজ বিনির্মাণে খেলা অন্যতম মাধ্যম: আমিনুল হক
নারায়ণগঞ্জে শীতার্তদের মাঝে বিএনপির কম্বল বিতরণ
বিএনপি নেতাদের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ