সাতক্ষীরা সীমান্তে কৃষককে জমি চাষে বিএসএফের বাধা
সাতক্ষীরা সীমান্তে এক বাংলাদেশি কৃষকের জমি নিজেদের দাবি করে চাষে বাধা দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। তবে ওই জমি নিজেদের বলেও দাবি করেছেন ওই বাংলাদেশি কৃষক। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভারতীয় বাহিনীটির সঙ্গে পতাকা বৈঠক করেছে।
রোববার (১২ জানুয়ারি) দুপুরে লক্ষীদাঁড়ি সীমান্তের তিন নম্বর মেইন পিলারের দুই ও তিন নম্বর সাব পিলারের মধ্যবর্তী শূন্যরেখা বরাবর পতাকা বৈঠকটি অনুষ্ঠিত হয়।
পতাকা বৈঠকে নেতৃত্ব দেন বিজিবির সাতক্ষীরার ৩৩ ব্যাটালিয়নের লে. কর্নেল আশরাফুল হক। অপরদিকে বিএসএফের পক্ষে নেতৃত্বে দেন ভারতের পশ্চিমবঙ্গের কল্যাণী ১৫২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার রমেশ কুমার।
লক্ষীদাঁড়ি গ্রামের কৃষক শাহীন গাজী জানান, তার বাবা নজরুল গাজী বাড়ির দক্ষিণ পাশে প্রায় এক বিঘা জমি ডিসিআর নিয়ে দীর্ঘ ৫০ বছরের বেশি সময় ধরে বিভিন্ন ফসলের চাষ করে আসছেন। শনিবার বিকেলে দুই শ্রমিক নিয়ে ওই জমিতে বাবা চাষ করতে যান। তখন ভারতের ঘোজাডাঙা বিএসএফ ক্যাম্পের সদস্যরা বাধা দেন। ওই জমি ভারতের বলে তারা দাবি করে। বিষয়টি ভোমরা বিজিবি ক্যাম্পের টহলরত সদস্যরা জানতে পেরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়।
ভোমরা বিজিবি ক্যাম্পের সুবেদার আফজাল হোসেন জানান, পতাকা বৈঠকে সীমান্তের অমীমাংসিত জমি নিয়ে আলোচনা হয়েছে। উভয় দেশের সার্ভেয়ার নিয়ে জমি মাপা হবে। তবে সাতক্ষীরা সীমান্তে কোনো উত্তেজনা নেই বলে জানান এই বিজিবি কর্মকর্তা।
আরটিভি/এএএ
মন্তব্য করুন