নারায়ণগঞ্জে শীতার্তদের মাঝে বিএনপির কম্বল বিতরণ
নারায়ণগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জেলার নয়াআটি মুক্তিনগর এলাকায় রোববার (১২ ডিসেম্বর) শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
এ সময় অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ‘আওয়ামী লীগের মধ্যে একজনও মুক্তিযোদ্ধা নেই। তারা হলো ভারতের মুক্তিযোদ্ধা। ভারতের হোটেলে থেকে স্বাধীনতার পর দেশে এসে কাগজে-কলমে মুক্তিযোদ্ধা হয়েছে তারা। বিএনপি হলো রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। যারা রণাঙ্গনে যুদ্ধ করেছে দেশকে তারাই বেশি ভালোবাসবে। যারা ভারতে বসে মুক্তিযোদ্ধা হয়েছে তারা দেশকে ভালোবাসবে না। রণাঙ্গনের মুক্তিযোদ্ধারাই প্রকৃত দেশপ্রেমিক। বিএনপিই হলো সেই রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। আওয়ামী লীগ নয়, বিএনপিই প্রকৃত দেশপ্রেমিক।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ বিপদ দেখলেই দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যায়। বিএনপি বিপদ দেখে পালায় না। অত্যাচার, নির্যাতন ও মৃত্যুযন্ত্রণা সহ্য করেও বিএনপি দেশের মানুষের পাশে থেকেছে। জনগণের সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। বিপদ দেখে দেশের মানুষকে ছেড়ে বিএনপি পালিয়ে যাবে না।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতা দখল করে দেশের প্রতিটি এলাকায় গডফাদার তৈরি করেছিল। তারা জনগণের রক্ষক সেজে ভক্ষক হয়ে জনগণের সম্পদ লুট করেছে। যাদের ভয়ে মানুষ কথা বলার সাহস পায়নি। তারা জনগণকে ভোট দিতে দেয়নি। তিনটি নির্বাচনে বিনা ভোটে তারা নির্বাচিত হয়ে রাষ্ট্রকে দখল করে চুরি, ডাকাতি, ব্যাংক লুট করে দেশের মানুষের ওপর ঋণের বোঝা চাপিয়ে কোটি কোটি টাকা নিয়ে দেশ ছেড়ে বিদেশে পালিয়ে গেছে। আজ সবাই মুক্ত ও স্বাধীন।’
মামুন মাহমুদ বলেন, ‘আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য হলো আওয়ামী লীগের নেত্রী জনরোষের ভয়ে দেশ ছেড়ে পালিয়েছেন আর বিএনপি নেত্রী লাখ লাখ মানুষের ভালোবাসা ও দোয়া নিয়ে চিকিৎসার জন্য সম্মানের সঙ্গে বিদেশে গেছেন।’
তিনি বলেন, ‘বিগত দিনে বিএনপির যারা দলের জন্য কাজ করেছে। জনগণের পাশে থেকেছে। তারাই জনগণের ভোটে এমপি-মন্ত্রী হয়ে জনগণের সেবা করবে। কোনো সুবিধাবাদীর জায়গা বিএনপিতে হবে না। আমাদের এলাকায় যারা বিগত দিনে লুটপাট ও ভূমিদস্যুতার সঙ্গে যুক্ত ছিল তারা বিএনপিতে ঢোকার জন্য উঁকিঝুঁকি মারছে। এদের কোনো স্থান বিএনপিতে হবে না।’
আরটিভি/এফএ
মন্তব্য করুন