• ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১
logo

অনুপ্রবেশকারী ৫৩ জনকে পুশব্যাক, ৫ দালাল কারাগারে

আরটিভি নিউজ

  ১৩ জানুয়ারি ২০২৫, ০৫:০৮
ছবি : সংগৃহীত

বান্দরবানের আলীকদমের দুর্গম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারী ৫৮ মিয়ানমার নাগরিকের মধ্যে ৫৩ জনকে পুশব্যাক করা হয়েছে। আর তাদের অনুপ্রবেশের অপরাধে আটক ৫ জন মানব পাচারকারীকে আদালতের মাধমে জেলহাজতে পাঠানো হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ম্যাজিস্ট্রেট তৌফিকুল ইসলাম ৫ জন মানব পাচারকারীকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বুচিতং সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারী ৫৮ জন মিয়ানমার নাগরিকের মধ্যে ৫৩ জনকে ভোরে পুশব্যাক করা হয়েছে আর তাদের বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে আটক ৫ জন মানব পাচারকারীকে আটক করা হয়েছে।

৫ মানব পাচারকারী হলেন- বান্দরবানের আলীকদমের বাসিন্দা আরিফুল ইসলাম (২৫), জালাল উদ্দিন (২৭), মো. নজরুল ইসলাম (৪০), মো. আবু হুজাইফা (৩১) ও মো. মোরশেদ আলম (৫৭)।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দীন জানান, আটককৃতদের মধ্যে ৫৩ জন রোহিঙ্গাকে মিয়ানমারে পুশব্যাক করা হয়েছে এবং মামলার আলামত হিসেবে ৫ জন রোহিঙ্গাকে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি আরও জানান, মামলার আসামি ৫ জন মানব পাচারকারীর বিরুদ্ধে আলীকদম থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের বান্দরবান আদালতে তোলা হলে আদালত ৫ জন আসামিকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

প্রসঙ্গত, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষে প্রাণ বাঁচাতে শনিবার ভোররাতে বান্দরবানে আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বুচিতং সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে অবৈধভাবে অনুপ্রবেশের অপরাধে ৫৩ জন মিয়ানমার নাগরিক ও তাদের বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে ৫ মানব পাচারকারী আটক করে বিজিবির সদস্যরা আলীকদম থানায় সোপর্দ করেন।

আরটিভি/একে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কনস্টেবল সুজনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু
সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের ছোট ভাই কারাগারে