হিলি চেকপোস্টে এইএমপি ভাইরাস প্রতিরোধে বাড়তি সতর্কতা

হিলি (দিনাজপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫ , ০১:৫৯ পিএম


হিলি চেকপোস্টে এইএমপি ভাইরাস প্রতিরোধে বাড়তি সতর্কতা

এইচএমপি ভাইরাস প্রতিরোধে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে কাজ শুরু করেছে স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম।

বিজ্ঞাপন

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পর সোমবার (১৩ জানুয়ারি) সকাল থেকে উপজেলা হাসপাতালের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে টিম কার্যক্রম শুরু করে।

ভারত থেকে আসা বাংলাদেশি পাসপোর্ট যাত্রীরা বলেন, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রাথমিক পর্যায়ে মেডিকেল টিমের কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন। এই ধারা অব্যাহত থাকলে এইমপিভিসহ সকল প্রকার ভাইরাস মোকাবেলা করতে সহজ হবে। 

বিজ্ঞাপন

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইলতুতমিশ আকন্দ জানান, ভাইরাসটি প্রতিরোধে পাসপোর্ট যাত্রীদের মাস্ক ব্যবহার ও হ্যান্ড স্যানিটাইজ করার পরামর্শ দেওয়া হচ্ছে। কারও যদি সর্দি-জ্বর, নাক বন্ধ, কাশি, গলাব্যথা লক্ষণ দেখা দেয় তাহলে তাকে প্রাথমিক চিকিৎসাসহ পরামর্শ দেওয়া হচ্ছে। আর যদি কেউ বেশি অসুস্থ হয় সে জন্য হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে। 

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, সোমবার (১৩ জানুয়ারি) সকাল থেকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল টিম ইমিগ্রেশন চেকপোস্টের অভ্যন্তরে স্বাস্থ্য পরীক্ষার কাজ করছে। আমরা সবাইকে মাস্ক পরিধানের জন্য বলেছি। মাস্ক না ব্যবহার করলে কেউ ইমিগ্রেশন চেকপোস্টের ভেতরে প্রবেশ করতে পারবেন না। 

উল্লেখ্য, ভারত, বাংলাদেশসহ বিশ্বে নতুন করে এইচএমপি ভাইরাস ছড়িয়ে পড়ায় হিলি চেকপোস্টে এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হলো।

বিজ্ঞাপন

আরটিভি/এআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission