• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

অন্যের সঙ্গে পরকীয়া করতেন স্ত্রী, সন্দেহে খুন করলেন স্বামী

আরটিভি নিউজ

  ১৩ জানুয়ারি ২০২৫, ১৬:৪০
দ্বিতীয় স্ত্রীকে হত্যা করে থানায় স্বামীর আত্মসমর্পণ
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জে কথা-কাটাকাটির পর গলায় ওড়না পেঁচিয়ে দ্বিতীয় স্ত্রীকে হত্যা করে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন এক ব্যক্তি। রোববার উপজেলার আলেপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সোমবার (১৩ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন।

নিহত মনোয়ারা বেগম (৩০) ৫ নম্বর কমলগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও গ্রামের আজাদ বক্সের স্ত্রী।

তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, আজাদ বক্স নিজবাড়িতে প্রথম স্ত্রীকে নিয়ে থাকতেন। ২০২৩ সালে আলেপুর গ্রামের মনোয়ারা বেগমের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে মনোয়ারাকে বিয়ে করে বালিগাঁও গ্রামে না নিয়ে আলেপুরে মনোয়ারার বাবার বাড়িতে থেকে সংসার করছিলেন আজাদ।

এ বিষয়ে ওসি ইফতেখার বলেন, ‘সম্প্রতি দ্বিতীয় স্ত্রী মনোয়ারা অন্য ছেলের সঙ্গে পরকীয়া করছেন সন্দেহে আজাদ ক্ষুব্ধ হয়ে ওঠেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মনোয়ারার গলায় ওড়না পেঁচিয়ে তাকে হত্যা করেন আজাদ। পরে রোববার বিকালে থানায় গিয়ে আত্মসমর্পণ করে দায় স্বীকার করেন।’

এ ঘটনায় আজাদের (৫৫) বিরুদ্ধে মামলা নিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দ্বিতীয় স্ত্রীকে হত্যা করে থানায় স্বামীর আত্মসমর্পণ
এবার আর আগের মতো ভোট হবে না: সিইসি
ম্যাজিস্ট্রেটের গাড়ি দেখে দৌড়, এরপর যা ঘটল 
বঙ্গবন্ধু সাফারি পার্ক প্রকল্প বাতিল