• ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১
logo

সাবেক কাউন্সিলর ইলিয়াছ ঢাকায় গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ১৩ জানুয়ারি ২০২৫, ১৬:৫৬
সাবেক কাউন্সিলর ইলিয়াছ ঢাকায় গ্রেপ্তার
ছবি : আরটিভি

চট্টগ্রাম সিটি করপোরেশনের আওয়ামী লীগ দলীয় সাবেক কাউন্সিলর মো. ইলিয়াছকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে একাধিক মামলা আছে বলে পুলিশ জানিয়েছে। রোববার রাতে ঢাকার কলাবাগান থেকে চট্টগ্রামের হালিশহর থানা পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করেছে।

সোমবার (১৩ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন হালিশহর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান।

মো. ইলিয়াছ (৫০) চট্টগ্রাম সিটি করপোরেশনের ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

নগরীর হালিশহর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে গত বছরের ২৭ আগস্ট হালিশহর থানায় দায়ের হওয়া একটি মামলার এজাহারভূক্ত আসামি ইলিয়াছ। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এ ছাড়া একই অভিযোগে গত বছরের আগস্টে কোতোয়ালী থানায় দায়ের হওয়া দুটি মামলায়ও ইলিয়াছ আসামি হিসেবে আছেন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামে চিন্ময়কাণ্ডে ৬৩ আইনজীবীর জামিন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট
চট্টগ্রামে দুই সন্তানের মাকে হত্যা, গ্রেপ্তার ১
শাহ আমানতে মানবপাচারকারী আটক