• ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১
logo

৪১ ঘণ্টা পর রাজবাড়ী-কুষ্টিয়া রুটে বাস চলাচল শুরু

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ জানুয়ারি ২০২৫, ১৭:৫০
৪১ ঘণ্টা পর রাজবাড়ী-কুষ্টিয়া রুটে বাস চলাচল শুরু
ছবি: সংগৃহীত

রাজবাড়ী ও কু‌ষ্টিয়া জেলার পরিবহন শ্রমিকদের দ্বন্দ্বের জেরে ৪১ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় বাস চলাচল শুরু হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) সকাল থেকে বাস চলাচল স্বাভাবিক হয় বলে জানা যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক।

স্থানীয়রা জানান, গত শনিবার রাজবাড়ী-কুষ্টিয়া রুটে কুমারখালী গড়াই সেতু এলাকায় ড্রাম ট্রাক ও ভ্যানগাড়ির দুর্ঘটনার কারণে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কুষ্টিয়া থেকে রাজবাড়ীর উদ্দেশ্যে ছেড়ে আসা দুটি লোকাল বাস যানজটের মধ্যে পড়ে। এর একটি কুষ্টিয়া মালিকানাধীন ও অপরটি রাজবাড়ী মালিকানাধীন। যানজটমুক্ত হওয়ার পর রাজবাড়ী আসার সময় দুই বাস থেকে একসঙ্গে যাত্রী ডাকাডাকি করলে কুষ্টিয়ার মালিকানাধীন বাসের শ্রমিকরা রাজবাড়ীর মালিকানাধীন বাসের শ্রমিকদের মারধর করেন। পরে বেলা ১১টার দিকে কুষ্টিয়ার মালিকানাধীন বাসটি রাজবাড়ীর নতুন বাজার বাসস্ট্যান্ডে এলে ওই বাসের শ্রমিকদের রাজবাড়ীর মালিকানাধীন বাসের মার খাওয়া শ্রমিকরা মারধর করেন।

স্থানীয়রা আরও জানান, দুই বাসের শ্রমিকদের মারামারির জেরে শনিবার দুপুর ১টার দিকে কুষ্টিয়ার শ্রমিকরা কুষ্টিয়া বাস টার্মিনালে থাকা রাজবাড়ীর মালিকানাধীন ১০টি বাস আটকে বাস চলাচল বন্ধ করে দেয়। তাদেরও সাতটি বাস রাজবাড়ীর দৌলতদিয়ায় আটকে রাখা হয়। এরপর থেকেই এ রুটে রাজবাড়ীর মালিকানাধীন ৫০টি লোকাল ও ৩০টি দূরপাল্লার বাস এবং কুষ্টিয়ার মালিকানাধীন ২৬টি লোকাল বাস চলাচল বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে সুকুমার ভৌমিক বলেন, রোববার আমাদের রাজবাড়ী সড়ক পরিবহন মালিক সমিতি ও পরিবহন শ্রমিক নেতাদের একটি গ্রুপ কুষ্টিয়ার নেতাদের সঙ্গে রাজবাড়ীর মাছপাড়াতে একটি মিটিং হয়। ওই মিটিং এ উভয় জেলার মালিক ও শ্রমিক নেতাদের উপস্থিততে শ্রমিকদের দ্বন্দ্ব নিষ্পত্তি করা হয়।

তিনি আরও বলেন, ওই মিটিংয়ে রাজবাড়ী সড়ক পরিবহন মালিক গ্রুপের শাহিন মিয়া, বিপ্লব দত্ত, জেলা শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি রমজান আলী খান এবং কুষ্টিয়া সড়ক পরিবহন মালিক গ্রুপের সহ-সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ সহ বাস ও মিনিবাস মালিক ও পরিবহম শ্রমিক নেতারা অংশগ্রহণ করেন। তিনি আরও বলেন, উভয় জেলার পরিবহন শ্রমিকদের দ্বন্দ্বের নিষ্পত্তির পর সোমবার সকাল ৬ টা থেকে এই রুটে বাস চলাচল স্বাভাবিক হয়।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজবাড়ী-কুষ্টিয়া রুটে বাস চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি
শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, বাস চলাচল বন্ধ
পরিবহন শ্রমিক : আমাদের ক্ষোভ বনাম বাস্তবতা
সিলেটে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি স্থগিত