লক্ষ্মীপুরে শফিউল বারী বাবুর কবর জিয়ারত ও দোয়া

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫ , ০৬:৫১ পিএম


লক্ষ্মীপুরে শফিউল বারী বাবুর কবর জিয়ারত ও দোয়া
ছবি : আরটিভি

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মরহুম শফিউল বারী বাবুর কবর জিয়ারত করেছেন অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি মো. মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ।

বিজ্ঞাপন

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে রামগতি উপজেলার রব রোড এলাকায় আমজাদিয়া জামে মসজিদ চত্বরে পারিবারিক কবরস্থানে তার কবর জিয়ারত ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ এমরান, জেলা যুবদলের সদস্য এসএম আজাদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আদনান সোহেল, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বায়োজিদ হোসেন ভূঁইয়া।

বিজ্ঞাপন

শফিউল বারীর বাবুর স্মৃতিচারণ করে মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ বলেন, ‘স্বৈরাচারী সরকার ও গুমখুনের বিরুদ্ধে প্রতিবাদী সাহসী কণ্ঠ ছিলেন শফিউল বারী বাবু। সাহসী ও বিশ্বস্ত এই সৈনিকের মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হয়েছে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি।’ 

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission