• ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১
logo

পাইকগাছায় দুই মোটারসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

  ১৩ জানুয়ারি ২০২৫, ১৯:০৯
ফাইল ফটো

খুলনার পাইকগাছায় দুই মোটারসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার গদাইপুর ফুটবল মাঠের পাশে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার মালথ গ্রামের বাবু শেখের ছেলে রুহুল আমিন (৩০) একই গ্রামের কামরুল মোল্লার ছেলে ফিরোজ মোল্লা (৩১) পাইকগাছা মৎস আড়ৎ থেকে কাজ শেষ করে মোটর সাইকেলে বাড়িতে ফিরছিলেন। গদাইপুর ফুটবল মাঠের পাশে পৌছালে খুলনার দিক থেকে আসা কয়রা উপজেলার হরিনগর গ্রামের সালাম গাজীর ছেলে হুসাইন গাজীর (২৩) মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজনই আহত হয়। স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে নিয়ে যায়।

দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় পাইকগাছা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) নিয়ে যাওয়ার পরামর্শ দেন। খুমেক হাসপাতালে নেওয়ার পথে কৈয়া বাজারে পৌছালে গুরুতর আহত রুহুল আমিন ও ফিরোজ মোল্লা মারা যান। নিহতদের পরিবার এ তথ্য নিশ্চিত করেছে।

এ বিষয়ে জানতে চাইলে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ সাবজেল হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়েছি। তবে হতাহতের বিষয়ে এখনও নিশ্চিত নই। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খুলনার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে রংপুর
পাইকগাছায় ঘুষ নিয়ে কাজ না করায় সহকারী কমিশনারসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
খুলনাকে হারিয়ে দ্বিতীয় জয় সিলেটের
কক্সবাজারে সাবেক কাউন্সিলরকে গুলি করে হত্যা, সবশেষ যা জানা গেল