লক্ষ্মীপুরে ট্রাক্টর চাপায় চটপটি বিক্রেতার মৃত্যু
লক্ষ্মীপুরের কমলনগরে লাকড়িবাহী ট্রাক্টর চাপায় মো. মিরাজ (২২) নামে এক চটপটি বিক্রেতা নিহত হয়েছেন।
সোমবার (১৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার করইতলা বাজারের নতুন রাস্তার মাথা নাম স্থানে লক্ষ্মীপুর-রামগতি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিরাজ উপজেলার চরফলকন ইউনিয়নের লুধুয়া এলাকার বাঘা বাড়ির আজাদ উদ্দিনের ছেলে। তারা সপরিবারে চরলরেন্স ইউনিয়নের চরলরেন্স গ্রামের সেলিম মাস্টারের বাড়িতে ভাড়া থাকেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দ্রুতগতির ট্রাক্টরটি চটপটি বিক্রেতা মিরাজের ভ্যানগাড়িকে চাপা দেয়। এতে মিরাজ ঘটনাস্থলেই মারা যান। তার ভ্যানগাড়িটিও ভেঙে গেছে।
জানা গেছে, ট্রাক্টর ট্রলির মালিক উপজেলার তোরাবগঞ্জ এলাকার শহীদ বেপারী ও চালক একই এলাকার কবির হোসেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একটি লাকড়িবাহী ট্রাক্টর চাপায় চটপটি বিক্রেতা মারা যান। চালককে আটক করা সম্ভব হয়নি।’
আরটিভি/এমকে-টি
মন্তব্য করুন