• ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১
logo

লক্ষ্মীপুরে ট্রাক্টর চাপায় চটপটি বিক্রেতার মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ জানুয়ারি ২০২৫, ১৯:২৪
লক্ষ্মীপুরে ট্রাক্টর চাপায় চটপটি বিক্রেতার মৃত্যু
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগরে লাকড়িবাহী ট্রাক্টর চাপায় মো. মিরাজ (২২) নামে এক চটপটি বিক্রেতা নিহত হয়েছেন।

সোমবার (১৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার করইতলা বাজারের নতুন রাস্তার মাথা নাম স্থানে লক্ষ্মীপুর-রামগতি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিরাজ উপজেলার চরফলকন ইউনিয়নের লুধুয়া এলাকার বাঘা বাড়ির আজাদ উদ্দিনের ছেলে। তারা সপরিবারে চরলরেন্স ইউনিয়নের চরলরেন্স গ্রামের সেলিম মাস্টারের বাড়িতে ভাড়া থাকেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দ্রুতগতির ট্রাক্টরটি চটপটি বিক্রেতা মিরাজের ভ্যানগাড়িকে চাপা দেয়। এতে মিরাজ ঘটনাস্থলেই মারা যান। তার ভ্যানগাড়িটিও ভেঙে গেছে।

জানা গেছে, ট্রাক্টর ট্রলির মালিক উপজেলার তোরাবগঞ্জ এলাকার শহীদ বেপারী ও চালক একই এলাকার কবির হোসেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একটি লাকড়িবাহী ট্রাক্টর চাপায় চটপটি বিক্রেতা মারা যান। চালককে আটক করা সম্ভব হয়নি।’

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লক্ষ্মীপুরে তিন দিনব্যাপী পিঠা উৎসব শুরু
লক্ষ্মীপুরে শফিউল বারী বাবুর কবর জিয়ারত ও দোয়া
সাড়ে ৪ কোটি টাকার কষ্টিপাথর প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর
নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন