• ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১
logo

চাঁদপুরে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

  ১৩ জানুয়ারি ২০২৫, ১৯:৩৮
চাঁদপুরে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা
ছবি : আরটিভি

চাঁদপুরের মতলব দক্ষিণে স্ত্রী লাকী বেগমকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামী মোস্তফা মিয়া (৪৫) আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে।

সোমবার (১৩ ডিসেম্বর) সকালে মতলব দক্ষিণ উপজেলার শাহারপাড় এলাকায় শ্বশুরবাড়ি থেকে স্ত্রীর মরদেহ উদ্ধার করে স্বামী মোস্তফাকে আটক করে পুলিশ।

পরে আহত মোস্তফা মিয়াকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়েছে।

স্বজনরা জানান, মোস্তফা মিয়া কুমিল্লা জেলার তিতাস থানার জগতপুর গ্রামের অটোরিকশা চালক। তাদের ২০০৯ সালে বিয়ে হয়। দাম্পত্য জীবনে এক ছেলে সন্তান রয়েছে।

আহত অবস্থায় মোস্তফা মিয়া জানান, তার স্ত্রী মুঠোফোনে ভিডিও কলে ব্যবসায় জড়িয়ে পড়েন। এতে রাত থেকে তাদের বাকবিতন্ডা হয়। সকালে পুনরায় বাকবিতন্ডা হলে ছুরি দিয়ে স্ত্রীকে আঘাত করে। পরে স্ত্রীই তাকে সেই ছুরি দিয়ে পেটে আঘাত করেছেন।

মতলব দক্ষিণ থানা অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহম্মেদ বলেন, স্ত্রীকে হত্যার পর স্বামী নিজেই পেটে ছুরিকাঘাত করে আত্মহতয়ার চেষ্টা করেছেন। তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ পাহারায় তার চিকিৎসা চলছে। এ বিষয় হত্যা মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরে ২ ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা
চাঁদপুর সদরে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
চাঁদপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১ 
জামায়াতকে মিথ্যা অপবাদ দিচ্ছে বিএনপি: মুহাম্মদ তাহের