কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষে আহত একজনের মৃত্যু
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় স্কুল কমিটির সভাপতির পদ নিয়ে দ্বন্দ্বে দুই গ্রুপের সংঘর্ষে আহত একজন মারা গেছেন। সোমবার (১৩ জানুয়ারি) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ইবনে সিনা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত ব্যক্তির নাম খোকন মোল্লা (৪০)। তিনি উপজেলার আমলা ইউনিয়নের বুড়াপাড়া গ্রামের নওশের মোল্লার ছেলে। নিহত ব্যক্তিকে নিজেদের কর্মী দাবি করেছেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়াদ্দার।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বলেন, স্কুল কমিটি নিয়ে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত অবস্থায় ঢাকায় খোকন নামে একজন মারা গেছেন। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এর আগে, গতকাল রোববার বেলা ৩টার দিকে বুড়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নিয়ে সংঘর্ষে উভয়পক্ষের ২৫ জন আহত হন।
কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারী সুজাউদ্দিন জোয়ার্দ্দর বলেন, বিদ্যালয়ের এডহক কমিটিতে জামায়াতের পক্ষ থেকে ইউনিয়ন জামায়াতের আমীরের নাম দেওয়া হয়েছিল। অথচ বিএনপি নেতা নাসির তাকে নাম তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছিল। এরই প্রতিবাদে সমাবেশ করার সময় বিএনপির নেতা-কর্মীরা হামলা চালায়। হামলায় আমাদের অনেকে আহত হয়েছেন।
এ ব্যাপারে মিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব রহমত আলী রব্বান বলেন, নাসির একসময় ছাত্রদল নেতা ছিলেন। এখন তিনি বিএনপির কর্মী। তবে ঘটনাটি যেহেতু স্থানীয় দুই পক্ষের তাই এটা নিয়ে কিছু বলতে চাই না।
আরটিভি/একে
মন্তব্য করুন