আজকের তরুণরাই আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে: খায়রুল কবির খোকন 

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫ , ১২:১০ এএম


আজকের তরুণরাই আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে: খায়রুল কবির খোকন 
ছবি : আরটিভি

আজকের তরুণরাই আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

বিজ্ঞাপন

সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে আয়োজিত নরসিংদী স্বেচ্ছাসেবী ফোরামের তারুণ্যের জয়যাত্রা মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

খায়রুল কবির খোকন বলেন, বর্তমানে অধিকাংশ তরুণরাই মাদক-সন্ত্রাস-চাঁদাবাজির মাধ্যমে সমাজের অবক্ষয় ঘটাচ্ছে। ফলে সমাজ অস্থিতিশীল হচ্ছে। পাশাপাশি আবার তরুণ-যুবকরাই ফ্যাসিস্ট হাসিনাকে তাড়িয়ে দেশকে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার প্রাণপণ চেষ্টা চালিয়েছে। ছাত্র-জনতার প্রাণের বিনিময়ে প্রাথমিক বিজয় অর্জিত হলেও এখনো চূড়ান্ত বিজয় অর্জিত হয়নি। তাদের মাধ্যমেই আগামীর সুন্দর রাষ্ট্র বিনির্মাণ হবে। 

বিজ্ঞাপন

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, শিক্ষার নগরী খ্যাত নরসিংদীতে এখনো কোনো মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় নেই। এই সুবিধা থেকে নরসিংদীবাসী এখনো বঞ্চিত রয়েছে। জনগণের রায়ে আমরা যদি সরকার গঠন করতে পারি, এইগুলোসহ জনগণের পাশে থেকে কাজ করব।

সংগঠনের আহ্বায়ক আবুবকর তামিমের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ। পরে অনুষ্ঠানে অতিথিদের উত্তরীয় পরিয়ে ও ক্রেস্ট দিয়ে সম্মাননা দেওয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশেন করেন কুড়েঘর ব্যান্ডের তাশরিফ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাধবদী স্বেচ্ছাসেবী ফোরামের সভাপতি আলআমিন রহমান, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক নাসির আহমেদ রিগান, জেলা স্বেচ্ছাসেবী ফোরামের সাধারণ সম্পাদক শেখ রাসেল মাহমুদসহ মিলনমেলায় জেলার বিভিন্ন উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠনের তিন হাজার স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন। 

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission