• ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১
logo

মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ বন্ধু নিহত, আহত ১

আরটিভি নিউজ

  ১৪ জানুয়ারি ২০২৫, ০২:১৫
সংগৃহীত ছবি

খুলনার পাইকগাছায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ বন্ধু নিহত হয়েছেন। এতে আরও ১ জন আহত হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার গদাইপুর ফুটবল মাঠস্থ পাইকগাছা-কয়রা সড়কে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার কপিলমুনির মালথের এলাকার আবুল শেখের ছেলে রুহুল আমিন, একই গ্রামের কামরুল মোল্লার ছেলে ফিরোজ মোল্লা। আহত হুসাইন কয়রা উপজেলার আমাদির হরিহরনগরের আ. সালাম গাজীর ছেলে।

জানা গেছে, নিহত রুহুল আমীন ও ফিরোজ পাইকগাছা মৎস্য আড়ৎ এর কাজ শেষ করে মোটরসাইকেল যোগে বাড়ির উদ্দেশ্য রওনা দেয়। এক পর্যায়ে তারা গদাইপুর ফুটবল মাঠের কাছে পৌঁছে বিচালী বোঝায় নছিমন ক্রস করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক খুলনা থেকে আসা হুসাইন গাজীর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ৩ জন গুরুতর ভাবে আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এর মধ্যেরুহুল আমীন ও ফিরোজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে তালার কাছাকাছি পৌঁছালে তারা মারা যান।

পাইকগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাবজেল হোসেন বলেন, ‘দুই মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন গুরুতর আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আশঙ্কাজনক অবস্থায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে যাওয়ার পথে তারা মারা যান।’

আরটিভি/এসএপি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঝিনাইদহে বয়লার বিস্ফোরণে নিহত ২
রেললাইনে নারীর ক্ষতবিক্ষত মরদেহ, পুলিশের ধারণা হত্যাকাণ্ড
মীরসরাইয়ে বাণিজ্যমেলা নিয়ে বিরোধ, যুবদলকর্মী নিহত
নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ৪০ কৃষক নিহত