কালিয়াকৈরে বিকাশ এজেন্টের টাকা লুট
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় ককটেল ফাটিয়ে বিকাশ এজেন্টের দোকানে নগদ টাকার ব্যাগসহ মোবাইল লুট করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার সফিপুর বাজার এলাকায় যমুনা রোডের প্রবেশ মুখে ফারুকের বিকাশ এজেন্টের দোকান। প্রতিদিনের মতো সোমবার রাতে সাড়ে ১০টার দিকে দোকান শেষে টাকা গুছিয়ে একটি ব্যাগের ভেতর নিয়ে রওনা দেবেন, এমনি প্রস্তুতি নিচ্ছিলেন ওই ব্যবসায়ী। হঠাৎ কয়েকজন যুবক দোকানের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে ওই ব্যবসায়ীর দোকানের ভেতর প্রবেশ করে টাকার ব্যাগ ও একটি মোবাইল সেট নিয়ে পালিয়ে যায় তারা। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা ততক্ষণে ঘটনাস্থল ত্যাগ করে। মৌচাক ফাঁড়ির টহল পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালেও কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে আসছি। কি ঘটনা ঘটেছে তদন্ত করা হচ্ছে। পরে বিষয়টি জানাবো হবে।’
আরটিভি/এমকে/এস
মন্তব্য করুন