চাঁদপুর সদরে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
চাঁদপুর সদর উপজেলায় স্বামী পরিত্যক্তা রুজিনা বেগম (৩৬) নামে এক নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় হাশিম মিজি (৫৮) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেন ধর্ষণের শিকার রুজিনা বেগম।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আওলাদ হোসেন।
জানা যায়, চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের পশ্চিম হোসেনপুর গ্রামে ধর্ষণের শিকার রুজিনা বেগম পশ্চিম হোসেনপুর মিজি বাড়ির আব্দুর রহমান মিজির মেয়ে। আর আসামি হাশিম মিজি একই বাড়ির মৃত মোহাম্মদ মিজির ছেলে। আসামি হাশিম মিজিকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর সদর মডেল থানার এসআই মো. আওলাদ হোসেন বলেন, মামলার বাদী রুজিনা বেগম আত্মসম্মানের ভয়ে বিষয়টি এতদিন গোপন রাখেন। এ ছাড়া আসামি তাকে ভয়ভীতি প্রদর্শন করে আসছিলেন। গর্ভের অনাগত সন্তান যে কোনো সময় নষ্ট করে দিতে পারে শঙ্কায় তিনি মামলা করেন। আসামিকে গ্রেপ্তারের পর সোমবার আদালতে পাঠানো হয়।
আরটিভি/এমকে/এস
মন্তব্য করুন