• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

কুশিয়ারার তীরে মাছের মেলা

আরটিভি নিউজ

  ১৪ জানুয়ারি ২০২৫, ০৯:১৯
কুশিয়ারার তীরে মাছের মেলা
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কুশিয়ারা নদীর পাড়ে শুরু হয়েছে দুদিনব্যাপী ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মাছের মেলা। বিভিন্ন এলাকা থেকে ভিন্ন ভিন্ন প্রজাতির মাছ নিয়ে নিয়ে মেলায় অংশ নিয়েছেন ব্যবসায়ীরা। সোমবার প্রথম দিন থেকেই ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে সরগরম হয়ে উঠে মেলা প্রাঙ্গণ।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল থেকেও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে কুশিয়ারা নদীর পাড়ে জড়ো হতে দেখা যায়।

সিলেট বিভাগের সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেট ও মৌলভীবাজারের বিভিন্ন হাওড়-নদী ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশাল বড় আকতি মাছ মেলায় মাছ নিয়ে আসছেন ব্যবসায়ীরা। এসব মাছের মধ্যে রয়েছে, বড় আইড়, বোয়াল, বাঘা, রুই, কাতলা, চিতলসহ বিভিন্ন প্রজাতির মাছ।

ব্যবসায়ীরা জানিয়েছেন, এক একটি মাছ দশ হাজার টাকা থেকে শুরু করে লাখ টাকায় বিক্রি হচ্ছে।

মেলার প্রথম দিন ব্যবসায়ী আলমগীর হোসেন কুশিয়ারা নদীর একটি বাঘাইড় মাছ এক লাখ চল্লিশ হাজার টাকায় দামে বিক্রি করেন। আলমগীর জানান, এ মাছটি তিনি প্রথমে সাড়ে তিন লাখ টাকা দাম চান। পরে সেটি এক লাখ চল্লিশ হাজারে বিক্রি করে দেন এক প্রবাসীর কাছে।

পৌষ সংক্রান্তিতে এ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাছের মেলায় ঢল নামে ক্রেতা-দর্শনার্থীদের।

শুধু মাছই নয়, মেলা প্রাঙ্গণে বসেছে শিশুদের খেলনা, খাবারসহ নিত্য প্রয়োজনীয় হরেক রকমের পণ্যের দোকানও। আর এমন উৎসবের আয়োজন করতে পারায় খুশি আয়োজকরা।

এ বিষয়ে শেরপুর মাছের মেলা পরিচালনা পরিষদের সদস্য ও শেরপুর বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন বলেন, ‘এ বছর অন্যান্য বছরের তুলনায় বেঁচাকেনা ভালো হচ্ছে। তবে ঐতিহ্যবাহী এ মেলার স্থায়ী জায়গা থাকাটা জরুরি।’

তিনি আরও বলেন, ‘১৫ জানুয়ারি শেষ হবে মেলার আনুষ্ঠানিকতা। এ বছর মেলায় ২৫ থেকে ৩০ কোটি টাকার মাছ বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।’

এদিকে মেলাকে সফল করার পাশাপাশি ক্রেতা-দর্শনার্থীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানান মৌলভীবাজার শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শিপু কুমার দাশ।

আরটিভি/এমকে/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আড়াইশ বছরের পুরনো মাছের মেলায় জামাই-শ্বশুরের ভিড়
নবান্ন উৎসবে কালাইয়ে মাছের মেলা
যে মেলায় মাছ কিনতে প্রতিযোগিতায় নামেন জামাইরা