• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

বিদ্যালয়ের পাশে হাসপাতালের আবর্জনা, মালিককে অর্থদণ্ড

আখাউড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ জানুয়ারি ২০২৫, ০৯:২৬
বিদ্যালয়ের পাশে হাসপাতালের আবর্জনা, মালিককে অর্থদণ্ড
ছবি : আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিদ্যালয়ের পাশে আবর্জনা ফেলার অভিযোগে তন্তর বাজারের মাতৃসেবা ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের মালিককে অর্থদণ্ড করা হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজালা পারভীন রুহি এ ভ্রাম্যমাণ আাদলত পরিচালনা করেন।

এ সময় মাতৃসেবা ডায়াগনস্টিক সেন্টারের মালিক লিটন খন্দকারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে ইউএনও গাজালা পারভীন বলেন, হাজী আব্দুর রউফ প্রি ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতার সুনির্দিষ্ট অভিযোগর ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় দেখা যায়, কিন্ডারগার্টেনের পাশে খন্দকার মার্কেটের দ্বিতীয় তলার হাসপাতালের সমস্ত বর্জ্য যেমন- সিরিঞ্জ, রক্ত, ব্যান্ডেজ, মানববর্জ্য, ওষুধের প্যাকেট হাসপাতাল ও স্কুলের মধ্যবর্তী স্থানে বিদ্বেষপোষণ করে ফেলে আসা হচ্ছে। এতে জীবন বিপন্নকারী রোগের সংক্রমণ বিস্তার লাভের সম্ভাবনা রয়েছে। তাই ডায়াগনস্টিক সেন্টারের মালিককে জরিমানা করা হয়েছে।

আরটিভি/এমকে/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পৌরসভার গাড়িচাপায় প্রাণ গেল পরিচ্ছন্নকর্মীর
ব্রাহ্মণবাড়িয়ায় বিলুপ্ত প্রায় গুটিদাড়া খেলা অনুষ্ঠিত
পলিথিন উৎপাদনের অভিযোগে কারখানা মালিককে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ জামায়াতে ইসলামের