চট্টগ্রামের আনোয়ারায় দোকানের সামনে বালুতে মোটর থেকে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ ছাদেক (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার পারকি সমুদ্র সৈকতে এ দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য তৌহিদুল আলম।
জানা যায়, নিহত ছাদেক উপজেলার বারশত ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দুধকুমড়া উত্তরপাড়ার পেচু মিয়ার ছেলে। তামিম (৩) নামে এক পুত্র সন্তানের জনক তিনি। পারকি সমুদ্র সৈকতে হোটেল ঝুমেরা নামে তার একটি দোকান রয়েছে। দোকানের সামনের বালুতে মোটর থেকে পানি দেওয়ার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এ সময় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য তৌহিদুল আলম বলেন, নিহত ছাদেক খুবই ভালো ছেলে ছিল। পারকি সৈকতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদেক মারা যান। তার ছোটো একটা ছেলে রয়েছে।
আরটিভি/এমকে/এস