• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে দোকানির মৃত্যু 

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ১৪ জানুয়ারি ২০২৫, ০৯:৪৬
চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে দোকানদারের মৃত্যু 
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় দোকানের সামনে বালুতে মোটর থেকে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ ছাদেক (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার পারকি সমুদ্র সৈকতে এ দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য তৌহিদুল আলম।

জানা যায়, নিহত ছাদেক উপজেলার বারশত ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দুধকুমড়া উত্তরপাড়ার পেচু মিয়ার ছেলে। তামিম (৩) নামে এক পুত্র সন্তানের জনক তিনি। পারকি সমুদ্র সৈকতে হোটেল ঝুমেরা নামে তার একটি দোকান রয়েছে। দোকানের সামনের বালুতে মোটর থেকে পানি দেওয়ার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এ সময় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য তৌহিদুল আলম বলেন, নিহত ছাদেক খুবই ভালো ছেলে ছিল। পারকি সৈকতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদেক মারা যান। তার ছোটো একটা ছেলে রয়েছে।

আরটিভি/এমকে/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপির মিছিলে হামলা, ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
এক নজরে দেখে নিন চট্টগ্রাম পর্বের সূচি
মোবাইল রেখে গরু নিয়ে পালিয়ে গেল চোর 
মীরসরাইয়ে বাণিজ্যমেলা নিয়ে বিরোধ, যুবদলকর্মী নিহত