রিকশাচালককে হত্যা, দুই সহোদর গ্রেপ্তার
বরিশালে রিকশাচালক রমজান মৃধা (৩০) হত্যা মামলায় প্রধান ২ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। ঢাকার সাভারের পূর্ব রাজাশন পুলু মার্কেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার (১৩ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-৮ এর মিডিয়া সেল।
গ্রেপ্তারকৃতরা হলেন, বরিশাল নগরীর কাউনিয়া থানার পলাশপুর এলাকার বাসিন্দা মালেক (৪৫) ও তার ছোট ভাই কাদের (৪০)।
র্যাব জানায়, রিকশাচালক রমজান মৃধা ছিলেন বরিশাল নগরীর কাউনিয়ার পলাশপুর এলাকার বাসিন্দা। তাকে গত বছরের ২৯ সেপ্টেম্বর সকাল ৭টার দিকে স্থানীয় মামুন নামের এক ব্যক্তি বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে রমজানের সঙ্গে তার স্বজনদের কারও কোনো যোগাযোগ হয়নি। পরে ১ অক্টোবর বিকেল সোয়া ৪টার দিকে গুচ্ছগ্রামে ডোবার মধ্যে তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় ৩ অক্টোবর রমজানের মা বেবী বেগম বাদী হয়ে কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ বিষয়ে কাউনিয়া থানার ওসি মো. নাজমুল নিশাত বলেন, র্যাবের সহযোগিতায় রমজান মৃধা হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে।
এ নিয়ে রমজান হত্যা মামলায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
আরটিভি/এমকে/এস
মন্তব্য করুন