• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

দিনের ভোট রাতে হবে, এটা হচ্ছে শেখ হাসিনার গণতন্ত্র: রিজভী

রাজশাহী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ জানুয়ারি ২০২৫, ১৩:৩৯
দিনের ভোট রাতে হবে, এটা হচ্ছে শেখ হাসিনার গণতন্ত্র: রিজভী
ছবি: সংগৃহীত

দিনের ভোট রাতে হবে, এটা হচ্ছে শেখ হাসিনার গণতন্ত্র বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় নগরীর নওদাপাড়া এলাকায় শহীদ জিয়া শিশু পার্কের সামনে রাজশাহী মহানগর যুবদল আয়োজিত এক শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, দিনের ভোট রাতে হবে, মিড নাইট নির্বাচন; এটা হচ্ছে শেখ হাসিনার গণতন্ত্র। তার গণতন্ত্র হচ্ছে, নির্বাচনের সময় বিরোধী দলের সব নেতাকর্মীকে জেলের মধ্যে ঢুকিয়ে রাখা।

তিনি বলেন, ভোটকেন্দ্রে চতুষ্পদ জন্তুর বিচরণ ছিল। সেখানে মানুষ বা ভোটাররা যাননি৷ এটা হচ্ছে হাসিনার গণতন্ত্রের নমুনা।

তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতা ধরে রাখতে আহাদের মতো শিশু, আবু সাঈদ ও মুগ্ধের মতো তরুণদের হত্যা করেছে। এতো এতো মাসুম বাচ্চা ও তরুণকে হত্যা করে তিনি তার রাজসিংহাসন টিকিয়ে রাখার চেষ্টা করেছেন।

আরটিভি/এমকে/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোটার হালনাগাদ নিয়ে ইসির বিশেষ ১৬ নির্দেশনা
শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের দুই মামলা  
ভোটার তালিকা হালনাগাদে কর্মকর্তাদের কঠোর নির্দেশ ইসি আনোয়ারুলের
শেখ রেহানা ও তার সন্তানদের বিরুদ্ধে ৩ মামলা, সহযোগী শেখ হাসিনা