• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

ধামরাইয়ে খাদ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

ধামরাই (ঢাকা) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ জানুয়ারি ২০২৫, ১৪:২৮
ধামরাইয়ে খাদ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের জয়পুরা বাসস্ট্যান্ডের পূর্ব পাশের খাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মহাসড়কের পাশে রাস্তার ঢালের নিচে অর্ধ ডুবন্ত অবস্থায় মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে ধামরাই থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে মরদেহের গায়ে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আরটিভি/এমকে/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধামরাইয়ে খাদ্যপণ্য কারখানায় ডাকাতির অভিযোগ
ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত 
নববর্ষের অনুষ্ঠানে তরুণ গুলিবিদ্ধ
শিশু সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ, আটক ১