• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

বাথরুমে পড়ে ছিল মা-মেয়ের মরদেহ

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ জানুয়ারি ২০২৫, ১৫:০৪
বাথরুমে পড়েছিল মা-মেয়ের মরদেহ
ছবি : আরটিভি

কক্সবাজারে উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পের বাথরুম থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে উখিয়া উপজেলার কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-৭৫ ব্লক থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মো. সিরাজ আমিন।

নিহতরা হলেন, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের একই এলাকার মৃত রশিদ আহম্মদের স্ত্রী মমতাজ বেগম (৫৫) এবং তার মেয়ে সুবাইদা বিবি (১৮)।

উখিয়া থানার ওসি মো. আরিফ হোছাইন জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। নিহতদের মধ্যে মমতাজ বেগমের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। তবে নিহত সুবাইদা বিবির কপালে লালচে দাগ, গলায় সামান্য দাগ এবং কানের পিছনে সামান্য রক্ত দেখা গেছে।

তিনি বলেন, এটি স্বাভাবিক মৃত্যু নাকি হত্যাকাণ্ড তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।

এ বিষয়ে এডিআইজি সিরাজ আমিন বলেন, ভোরে রশিদ আহম্মদের ছেলে নুরুল হক ও রবিউল আলম ফজরের নামাজ পড়ার জন্য ওঠেন। এ সময় তারা পাশের মা ও বোনের কক্ষে লাইট জ্বালানো দেখতে পান। পরে ওই কক্ষে উঁকি দিয়ে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে শেডের পাশের একটি বাথরুম ভেতর থেকে বন্ধ দেখে সন্দেহ হয়। পরে পাশের আরেকটি বাথরুম থেকে উঁকি দিয়ে মা ও বোনকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। এ সময় তাদের চিৎকারে আশাপাশের লোকজন এগিয়ে এসে মা ও মেয়েকে মৃত অবস্থায় উদ্ধার করে।

আরটিভি/এমকে/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার রেস্তোরাঁর সাইনবোর্ডে ভেসে উঠল ‘ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরবে’
রেললাইনে নারীর ক্ষতবিক্ষত মরদেহ, পুলিশের ধারণা হত্যাকাণ্ড
ধামরাইয়ে খাদ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৩ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার