শিক্ষার্থীকে ছুরিকাঘাতের প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন
ময়মনসিংহের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী আহসান হাবীব আবিরকে ছুরিকাঘাতে আহতের ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে কলেজের সামনে আহত শিক্ষার্থীর সহপাঠী এবং শিক্ষকরা এ মানববন্ধনের আয়োজন করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ কাজী হাদিউল ইসলাম টুটুল, সহকারী অধ্যাপক এনায়েতুর রহমান, শরীফ মোহাম্মদ গোলাম কবীর, মিজানুর রহমান, আহতের বাবা গোলাম সারওয়ার শিক্ষার্থী সাদমান শাহরিয়ার অপি, নাজমুস সাকুব আকন্দ প্রমুখ।
ঘটনায় জড়িত কিশোর গ্যাংয়ের সদস্যদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা।
পূর্ব বিরোধের জেরে গত ১২ জানুয়ারি বিকেলে প্রাইভেট শেষে বাসায় ফেরার পথে নগরীর বাউন্ডারি রোডে প্রগ্রেসিভ ইউনাইটেড স্কুলের ২০ থেকে ৩০ জন শিক্ষার্থী ছুরিকাঘাতে গুরুতর আহত করে। এ ঘটনায় আহতের ফুপু নাদিরা পারভীন বাদী কোতোয়ালি মডেল থানায় মামলা দায়েরের করেছেন। আহত আহসান হাবীব আবির ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরটিভি/এমকে/এস
মন্তব্য করুন