লক্ষ্মীপুরে তিন দিনব্যাপী পিঠা উৎসব শুরু
লক্ষ্মীপুরে তারুণ্যের উৎসবের অংশ হিসেবে শুরু হয়েছে তিন দিনব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে পিঠা উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
আয়োজকরা জানান, বাঙালির ইতিহাস ও ঐতিহ্যকে ধরে রাখতে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। বর্তমান প্রজন্ম স্মার্ট ফোনে আসক্ত তারা অনেক পিঠার নাম জানেনা। তাদের এই পিঠেপুলির সঙ্গে পরিচয় করিয়ে দিতে এই আয়োজন।
এখানে প্রায় ২০টি স্টলে নানা রকম বাহারি পিঠা আগতদের মন কেড়েছে। পিঠা উৎসবে বড়দের পাশাপাশি শিশু-কিশোররাও বেশ উপভোগ করেছে।
এ সময় শহরের বিভিন্ন শ্রেণির মানুষ পরিবার-পরিজন বিভিন্ন স্টল পরিদর্শনের নানা সব বাহারি পিঠার স্বাদ উপভোগ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্ণেল মাহবুবুর রহমান রেজা, জেলা পুলিশ সুপার আক্তার হোসেন, পৌর প্রশাসক জসীম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান ও সম্রাট খীসা।
আরটিভি/এএএ
মন্তব্য করুন