• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

মেঘনায় অভিযানে ৯ বেহুন্দি জাল জব্দ

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

  ১৪ জানুয়ারি ২০২৫, ১৭:০২
ছবি : আরটিভি

চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীতে কোস্টগার্ড ও মৎস্য বিভাগ যৌথ কম্বিং অভিযান চালিয়ে ছোট প্রজাতির মাছ ধ্বংসে ব্যবহৃত নিষিদ্ধ ৯টি বেহুন্দি জাল জব্দ করেছে।

মঙ্গলবার মধ্য রাত থেকে ভোর ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে শহরের পুরান বাজার হরিসভার পশ্চিমে মেঘনা নদী থেকে এসব জাল জব্দ করা হয়।

দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

তিনি বলেন, অভিযানের টের পেয়ে জেলেরা এসব জাল রেখে পালিয়ে যায়। পরে ৯টি বেহুন্দি জাল জব্দ করে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে নিয়ে আসা হয়। দুপুরে মৎস্য কর্মকর্তা ও কোস্টগার্ডের উপস্থিতিতে উন্মুক্ত স্থানে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।

তিনি বলেন, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় কোস্টগার্ড এবং মৎস্য বিভাগের যৌথ বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করে এসব বেহুন্দি জাল জব্দ করা হয়েছে। আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে ইলিশ উন্নয়ন প্রকল্পের মনিটরিং অফিসার মো. মোস্তাফিজুর রহমান, ইলিশ প্রকল্প চাঁদপুর সদরের ক্ষেত্র সহকারী মো. জামিল হোসেন, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চীফ পেটি অফিসার মো. শফিকুল ইসলাম, কোস্টগার্ড টহল দল এবং মৎস্য বিভাগের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এএএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরে নোংরা পরিবেশে খাবার তৈরি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা
চাঁদপুরে ৫০০ কেজি জাটকা জব্দ
চাঁদপুরে ২ ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা
চাঁদপুর সদরে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার