• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

পৌরসভার গাড়িচাপায় প্রাণ গেল পরিচ্ছন্নকর্মীর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ জানুয়ারি ২০২৫, ১৮:১০
ছবি: সংগৃহীত।

ব্রাহ্মণবাড়িয়ায় পৌরসভার বর্জ্যবাহী ট্রাকচাপায় আল আমিন মিয়া (৩৫) নামে এক পরিচ্ছন্নকর্মী নিহত হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে শহরের ছয়বাড়িয়া ডাম্পিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল আমিন সরাইল উপজেলার আইরল গ্রামের মো. সালাম মিয়ার ছেলে।

নিহতের পরিবার জানায়, সকালে আল আমিন পৌরসভার বর্জ্যবাহী ট্রাকে করে শহরের বিভিন্ন স্থান থেকে ময়লা আবর্জনা সংগ্রহ করে ছয়বাড়িয়া ডাম্পিং স্টেশনে ফেলতে যায়। ময়লা ফেলার সময় ট্রাকটি পেছনের দিকে চলে আসলে চাপা পড়ে আল আমিন। এ সময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোজাফফর হোসেন জানান, মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরটিভি/এএএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
পঞ্চগড়ে ট্রাক্টর উল্টে প্রাণ গেল চালকের
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রাবি শিক্ষকের
বিদ্যালয়ের পাশে হাসপাতালের আবর্জনা, মালিককে অর্থদণ্ড