• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

ঝিনাইদহে বয়লার বিস্ফোরণে নিহত ২

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ জানুয়ারি ২০২৫, ১৯:২৯
ছবি: সংগৃহীত।

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় কাঠের কারখানার বয়লার বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে উপজেলার বলুহর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কোটচাঁদপুর উপজেলার সিঙ্গিয়া গ্রামের ওমর আলীর ছেলে মিল্টন (২৬) ও একই গ্রামের ক্ষিতিশের ছেলে রাম কুমার (৫৫)। তারা দুইজন ওই কারখানায় মিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে ওই কারখানার বয়লারে তাপ দেয়া হচ্ছিলো। এ সময় হঠাৎ বয়লারটি বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই মিল্টন ও রাম কুমার মারা যান। এছাড়া অপর দুইজন শ্রমিক আহয় হন। পরে আহতদের উদ্ধার করে যশোরে মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, বয়লারে অতিরিক্ত তাপ দেওয়ার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে নেচে-গেয়ে পাঠদান করেন শিক্ষকরা
মীরসরাইয়ে বাণিজ্যমেলা নিয়ে বিরোধ, যুবদলকর্মী নিহত
নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ৪০ কৃষক নিহত