চাঁদপুরে নোংরা পরিবেশে খাবার তৈরি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা
চাঁদপুর সদর উপজেলার মৈশাদী বাজার ও শিলন্দিয়া এলাকায় নোংরা পরিবেশে এবং মেয়াদছাড়া খাদ্যদ্রব্য তৈরির অপরাধে দুটি কারখানাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা বিশেষ টাস্কফোর্স সদরের মৈশাদী বাজার ও শিলন্দিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ এর তারিখ ছাড়া এবং নোংরা পরিবেশে খাবার তৈরির অপরাধে কাজী বেকারিকে ৫ হাজার টাকা ও একই অপরাধে হারুন বেকারিকে ১০ হাজার টাকাসহ মোট দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
আরটিভি/এএএ-টি
মন্তব্য করুন