• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

পঞ্চগড়ে ট্রাক্টর উল্টে প্রাণ গেল চালকের

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ জানুয়ারি ২০২৫, ২২:৪১
ছবি : আরটিভি

পঞ্চগড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর উল্টে বিকাশ চন্দ্র রায় (২৬) নামে এক চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে দুজন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিকাশ একই ইউনিয়নের লক্ষপতিপাড়া গ্রামের জিতেন্দ্রনাথ রায়ের ছেলে।

হাড়িভাসা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম জানান, জমি চাষাবাদ শেষে ট্রাক্টর নিয়ে ফিরছিলেন বিকাশ। মাটির রাস্তা থেকে চাকলাহাট-হাড়িভাসা আঞ্চলিক সড়কে উঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রাক্টরটি। এ সময় ট্রাক্টরের নিচে চাপা পড়েন বিকাশ ও তার সঙ্গে থাকা দুইজন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিকাশকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় সদর থানার ওসি এস এম মাসুদ পারভেজ বলেন, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
ভারত থেকে তৃতীয় দফায় ১০৫ টন চাল আমদানি
ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সবজি বিক্রেতার 
চাঁদপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১