• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

এবার রেস্তোরাঁর সাইনবোর্ডে ভেসে উঠল ‘ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরবে’

আরটিভি নিউজ

  ১৪ জানুয়ারি ২০২৫, ২৩:১৬
ছবি: সংগৃহীত।

কক্সবাজারের উখিয়ায় একটি রেস্তোরাঁর ডিজিটাল সাইনবোর্ডের ডিসপ্লেতে এবার ভেসে উঠল—‘ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরবে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু’।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী বাজারের সাইফ হোটেল নামের রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, থাইংখালী বাজারের রেস্তোরাঁ সাইফের ডিজিটাল সাইনবোর্ডে লেখাটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে উখিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে সাইনবোর্ডটি খুলে ফেলেন। রেস্তোরাঁ মালিক বেলাল উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন গণমাধ্যমকে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সাইনবোর্ডসহ রেস্তোরাঁ মালিককে থানায় নিয়ে আসা হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় কারা জড়িত তা বের করতে তদন্ত করা হচ্ছে। হোটেল মালিককে জিজ্ঞেসবাদ করা হচ্ছে। ঘটনায় জড়িত থাকার প্রমাণ পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/এএএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অব্যাহতিপ্রাপ্ত এসআইদের নেতৃত্বে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেত্রী নিশি দুই দিনের রিমান্ডে
বাথরুমে পড়ে ছিল মা-মেয়ের মরদেহ
নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেত্রী নিশি গ্রেপ্তার