• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

সিদ্ধিরগঞ্জে দুটি কারখানায় আগুন

আরটিভি নিউজ

  ১৫ জানুয়ারি ২০২৫, ১২:১১
সিদ্ধিরগঞ্জে দুটি কারখানায় আগুন
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুটি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে গোদনাইলের বউ বাজার শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আরেফিন।

স্থানীয়রা জানান, শান্তিনগর এলাকায় নূরে আলমের মালিকানাধীন একটি সুতার ফ্যাক্টরিতে প্রথমে আগুন লাগে। এরপর সেই আগুন ছড়িয়ে পাশের আরেকটি প্লাস্টিক কারখানা ধরে যায়। এতে উভয় ফ্যাক্টরির সব পণ্য পুড়ে ছাই হয়ে যায়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আরেফিন বলেন, আমরা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছি। মোট ছয়টি ইউনিট কাজ করেছে। আগুনের সূত্রপাত আর ক্ষয়ক্ষতির পরিমাণ আপাতত বলতে পারছি না। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

আরটিভি/এমকে/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যারাই ফ্যাসিবাদের পক্ষে তরুণরা তাদেরই বিপক্ষে: হাসনাত
সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ২ ছাত্রদল কর্মী নিহত
নিখোঁজের ৩ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার
আগুনে ঘরহারাদের জন্য বাড়ির দরজা খুলে দিয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি