• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

তল্লাশিকালে পুলিশ সদস্যদের মারধর 

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ১৫ জানুয়ারি ২০২৫, ১৩:৪২
তল্লাশিকালে পুলিশ সদস্যদের মারধর 
ছবি : আরটিভি

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার সময় মোহরা পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন।

নগরীর মোহরা ট্রাফিক পুলিশ বক্সের সামনে নিয়মিত চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছিলেন কয়েকজন পুলিশ সদস্য। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশাকে থামানোর সংকেত দেন তারা। ওই সিএনজিতে ছিলেন একজন মহিলা এবং দুজন পুরুষ যাত্রী। তাদের তল্লাশি করাকালে দুই পুরুষ যাত্রী উত্তেজিত হয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা করেন।

আটককৃত দুজন হলেন- পটিয়া থানার চরকানাই গ্রামের মনছুর আম্মেদের ছেলে মো. মোরশেদ (৩১) এবং বোয়ালখালী উপজেলার ডলিপাড়া গ্রামের জব্বার সওদাগরের বাড়ির মো. করিম (৩৮)।

হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন- চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) অসিত নাথ, আব্দুস সাত্তার, মো. আমিরুল ইসলাম এবং ফরিদ শেখ।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, ‘নিয়মিত তল্লাশিকালে সরকারি কাজে বাধা প্রদান করে কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর আক্রমণ করে তাদের জখম করেছে। ঘটনাস্থল থেকে হামলাকারী দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাব্বি হত্যা মামলার আসামি শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার
ঢাকা থেকে চট্টগ্রাম কারাগারে সাবেক মন্ত্রী মোশাররফ
বিএনপির মিছিলে হামলা, ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
এক নজরে দেখে নিন চট্টগ্রাম পর্বের সূচি