সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ আরও ৮ মামলায় গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ , ০৩:৪৪ পিএম


সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ আরও ৮ মামলায় গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে চট্টগ্রামে দায়ের হওয়া ৮ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। 

বিজ্ঞাপন

বুধবার (১৫ জানুয়ারি) সকালে পুলিশের দাখিল করা তিনটি আবেদনের ওপর আলাদাভাবে শুনানি শেষে চট্টগ্রামের তিনজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ আদেশ দিয়েছেন।  

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের পরিদর্শক (প্রসিকিউশন) হাবিবুর রহমান। 

বিজ্ঞাপন

তিনি বলেন, চট্টগ্রামের মীরসরাই ও জোরারগঞ্জ থানার ৮টি মামলায় মোশাররফকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। এর মধ্যে পাঁচটি মামলায় মোশাররফকে গ্রেপ্তার দেখানোর শুনানি হয়েছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক সানির আদালতে। দুটি মামলার শুনানি হয়েছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারদিন মুস্তাকিম তাসিনের আদালতে ও অপর একটি মামলার শুনানি হয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নিসা খানমের আদালতে।

এর আগে সকালে মোশাররফ হোসেনকে কঠোর নিরাপত্তার মধ্যে কারাগার থেকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। মোশাররফের আইনজীবীরা তার জামিনের আবেদন করেন। নামঞ্জুর করে আদালতের আদেশের পর তাকে আবারও কারাগারে পাঠানো হয়।গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর ২৭ অক্টোবর ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরটিভি/এমকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission