• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

লালমনিরহাটে কিশোরী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার 

লালমনিরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ জানুয়ারি ২০২৫, ১৬:৪৯
ছবি : আরটিভি

লালমনিরহাটের হাতীবান্ধার চাঞ্চল্যকর এক কিশোরী অপহরণ মামলার প্রধান আসামি শাহরিয়ার নাফিসকে (২২) গ্রেপ্তার করেছে র‍্যাব।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার আশুলিয়া থানার কুমকুমারি এলাকা থেকে র‍্যাব-৪ এর সদস্যরা তাকে গ্রেপ্তার করে। এ সময় অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়।

গ্রেপ্তার শাহরিয়ার হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে।

র‍্যাব জানায়, গত বছর ১০ ফেব্রুয়ারি শাহরিয়ার কয়েকজন সঙ্গীসহ বাড়ি থেকে ওই কিশোরীকে অপহরণ করে। এর ৫ দিন পর কিশোরীর বাবা বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

হাতিবান্ধা থানার ওসি মাহমুদুন্নবী বলেন, চাঞ্চল্যকর কিশোরী অপরহরণ মামলার প্রধান আসামি শাহরিয়ার নাফিসকে র‍্যাব গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। আমরা ইতোমধ্যে তাকে আদালতে সোপর্দ করেছি।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাইকগাছায় ১৪ মামলার আসামি গ্রেপ্তার
চাঁদপুর সদরে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
লালমনিরহাটে ন্যায্য দাম না পেয়ে জমিতেই নষ্ট হচ্ছে ফুলকপি
শূন্যরেখায় বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ, বিজিবির বাধা