সিরাজগঞ্জে অস্ত্রসহ ২ ডাকাত গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ , ০৬:৩২ পিএম


সিরাজগঞ্জে অস্ত্রসহ ২ ডাকাত গ্রেপ্তার
ছবি : আরটিভি

সিরাজগঞ্জের রায়গঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মিনি পিকআপভ্যানসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বিজ্ঞাপন

বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান।

গ্রেপ্তাররা হলেন- গাইবান্ধার সাঘাটা উপজেলার পশ্চিমবাটি গ্রামের আব্দুল হাকিমের ছেলে মো. সজিব (২১), সিরাজগঞ্জের সলঙ্গা থানার চড়িয়া কালিবাড়ী এলাকার একরামুল হোসেনের ছেলে মনসুর আলী ওরফে মনসুর (৫৫)।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, গ্রেপ্তার দুজনসহ আরও পাঁচ-ছয়জন ডাকাত বুধবার ভোরে রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসীর ডিগ্রি কলেজের সামনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে ভোর সাড়ে ৩টার দিকে সেখানে অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়। বাকি পাঁচ-ছয়জন পালিয়ে যান। ঘটনাস্থল থেকে একটি মিনি পিকআপভ্যান, ডাকাতির কাজে ব্যবহৃত দুটি হাঁসুয়া, একটি তালা কাটার মেশিন, একটি হাতুড়ি ও শাবলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।  

ওসি আরও জানান, গ্রেপ্তার ডাকাতদের বিরুদ্ধে সিরাজগঞ্জ, ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর ও বগুড়ার বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। এ ঘটনায় রায়গঞ্জ থানায় আরেকটি মামলা হয়েছে। 

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission