খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি সাবজেল হোসেন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ , ০৭:০৮ পিএম


খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি সাবজেল হোসেন

খুলনা জেলায় মাসিক অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. সবজেল হোসেন। এছাড়াও সহকারী উপ-পুলিশ পরিদর্শক ক্যাটাগরিতে একই থানার আলতাফ হোসেন নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ জানুয়ারি) খুলনার শিরোমণির পুলিশ লাইন্সে জেলা পুলিশ সুপার টি এম মোশারাফের হোসেনের সভাপতিত্বে ২০২৪ সালের ডিসেম্বর মাসের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার টি এম মোশারাফ হোসেন বিদায়ী বছর  তুলনামূলক অপরাধ বিবরণী পর্যালোচনা করেন। 

এসময় আইনশৃঙ্খলা -তথা অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। ২০২৪ সালের ডিসেম্বর মাসে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান এবং জননিরাপত্তা বিধানসহ আইন-শৃংখলা রক্ষায় প্রশংসনীয় ভূমিকা রাখায় ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) ক্যাটাগরিতে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সবজেল হোসেনকে শ্রেষ্ঠ অফিসার হিসেবে পুরস্কৃত করেন। এছাড়াও এএসআই (নিঃ) ক্যাটাগরিতে পাইকগাছা থানার এএসআই (নিঃ) মো. আলতাফ মাহমুদ পুরুস্কার গ্রহন করেন। শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিতদের সনদপত্র ও নগদ অর্থ প্রদানের করেন পুলিশ সুপার। এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা ও সকল থানার অফসার ইনচার্জ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission