• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

কুমিল্লায় শিশু ধর্ষণের পর হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

  ১৫ জানুয়ারি ২০২৫, ১৯:০৯
ছবি: সংগৃহীত।

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় চার বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সাজার পাশাপাশি আসামিকে ১ লাখ টাকা অর্থদণ্ডও দিয়েছেন বিচারক।

বুধবার (১৫ জানুয়ারি) কুমিল্লা জেলা নারী ও শিশু ট্রাইব্যুনাল-১-এর বিচারক নাজমুল হক শ্যামল এ মামলার রায় ঘোষণা করেন।

আসামি মেহরাজ হোসেন তুষার সদর দক্ষিণ উপজেলার কুলিয়ারা ইউনিয়নের কৃষ্ণপুর এলাকার আলী আশরাফের ছেলে।

বাদী পক্ষের আইনজীবী মো. শরীফুল ইসলাম জানান, ২০১৮ সালের ১৭ ডিসেম্বর চকলেটের লোভ দেখিয়ে চার শিশু নাবিলাকে ধর্ষণের পর হত্যা করে পার্শ্ববর্তী একটি নির্মাণাধীন বাড়ির কার্নিশে সিমেন্টের ব্যাগে মুড়িয়ে ফেলে রাখে প্রতিবেশী যুবক মেহেরাজ। এই ঘটনায় নাবিলার দাদা আবদুল আজীজ বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ ৬ বছর আদালতে মামলাটি বিচারাধীন থাকার পর বুধবার নারী ও শিশু ট্রাইব্যুনাল-১ এর বিচারক আসামি মেহরাজকে মৃত্যদণ্ডাদেশ দেন।

কুমিল্লা নারী ও শিশু ট্রাইব্যুনালের (পিপি) বদিউল আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বান্দরবানে স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর মৃত্যুদণ্ড
দেশীয় অস্ত্রসহ জাকির ও লিটন আটক
কুমিল্লায় ট্রাকের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রারকে পুলিশে দিলো শিক্ষার্থীরা