শৈশবের বন্ধুদের সঙ্গে আনন্দ-আড্ডায় মির্জা ফখরুল, শোনালেন আবৃত্তি

আরটিভি নিউজ

বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ , ০৭:৩২ পিএম


ঠাকুরগাঁওয়ে দীর্ঘদিন পর স্কুল বন্ধুদের সঙ্গে আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরনো বন্ধুদের ফিরে পেয়ে কিছুক্ষণের জন্য শৈশবে হারিয়ে যান তিনি। শৈশবের স্মৃতি আওড়াতে গিয়ে আবেগে আপ্লুতও হন মির্জা ফখরুল। পরে বাল্যবন্ধুদের সামনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতাটি আবৃত্তি করে শোনান। 

বিজ্ঞাপন

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের পল্লীবিদ্যুৎ এলাকায় হাওলাদার হিমাগার লিমিটেড প্রাঙ্গণে শৈশবের বন্ধুদের আয়োজিত মিলনমেলায় অংশ নেন বিএনপি মহাসচিব।

স্কুলজীবনের স্মৃতি হাতড়ে বিএনপি মহাসচিব বলেন, যখন স্কুলে পড়ি খুবই দুষ্টু ছিলাম। বখরান সাহেব ছিলেন আমাদের ক্যাপ্টেন। আমরা দুষ্টুমি করতাম আর ক্যাপ্টেন আমাদের নামে  প্রধান শিক্ষক রোস্তম আলী স্যারকে নালিশ করলেন। তার কিছুদিন পর হেড স্যার আমাদের সবাইকে ডেকে পাঠালেন। ঘরের ভেতরে লাইন করে দাঁড় করালেন এবং সবাইকে একটা করে বেত দিলেন। আমাদের সেই শৈশব ও স্কুলের জীবন আমি কখনোই ভুলতে পারি না।  সবসময় মনে হয়—সেই দিনগুলো যদি আবার ফিরে পেতাম।

বিজ্ঞাপন

স্মৃতিচারণ করতে গিয়ে মির্জা ফখরুল বলেন, স্বাধীনতার পরে বন্ধুদের সঙ্গে রংপুরে একটি কাজে গিয়েছিলাম। রাতের বেলা কী করব? ঠিক করলাম সিনেমা দেখব। কিন্তু সিনেমা দেখার জন্য তখন আমাদের হাতে টিকিট ছিল না। তারপরও ভিড় ডিঙিয়ে টিকিটের ব্যবস্থা করে সিনেমা দেখেছি। এগুলো আমার কাছে এখনো মধুর স্মৃতি হয়ে আছে।

আরটিভি/এএএ-টি 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission