রাজবাড়ীর শীর্ষ ৩ পদে নারী কর্মকর্তা 

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ , ০৮:৫০ পিএম


রাজবাড়ীর শীর্ষ ৩ পদে নারী কর্মকর্তা 
ছবি: সংগৃহীত।

রাজবাড়ীর নতুন জেলা প্রশাসক সুলতানা আক্তারের যোগদানের মধ্যে দিয়ে জেলার তিন শীর্ষ পদে এখন রয়েছে তিন নারী কর্মকর্তা। জেলার বিচার বিভাগ, নির্বাহী ও পুলিশ বিভাগের শীর্ষ তিনটি পদে জেলাবাসী পেলেন নারী কর্মকর্তাদের।

বিজ্ঞাপন

রাজবাড়ীর জেলা প্রশাসক হিসেবে সোমবার (১৩ জানুয়ারি) সকালে যোগদান করেছেন সুলতানা আক্তার। সুলতানা আক্তার ২৭ তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের (রপ্তানি-২ শাখার) উপসচিব পদে কর্মরত ছিলেন। সুলতানা আক্তার রাজবাড়ী জেলার ২৬ তম জেলা প্রশাসক ও ৬ষ্ঠ নারী জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন।

জানা গেছে, গত ৯ জানুয়ারি রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব (রপ্তনি-২ শাখা) সুলতানা আক্তারকে রাজবাড়ীর ২৬ তম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।একই আদেশে রাজবাড়ীর বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে নারায়ণগঞ্জের ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

বিজ্ঞাপন

অপরদিকে রাজবাড়ীর জেলা পুলিশের শীর্ষ পদে রয়েছে মোছা. শামিমা পারভীন। তিনি বিসিএস ২৫ তম ব্যাচের পুলিশ ক্যাডারের কর্মকর্তা। জেলার ৩২ তম পুলিশ সুপার (এসপি) হিসেবে মোছা. শামিমা পারভীন গত বছরের ৮ সেপ্টেম্বর যোগদান করেন। পুলিশ সুপার মোছা. শামীমা পারভীন রাজবাড়ীতে যোগদানের পূর্বে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

এছাড়া, রাজবাড়ীর বিচার বিভাগের শীর্ষ পদে রয়েছে নারী কর্মকর্তা। রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের সিনয়র জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত রয়েছেন মোসাম্মৎ জাকিয়া পারভিন তিনি ২০২৩ সালের ২৪ এপ্রিল রাজবাড়ী জেলায় যোগদান করেন। তিনি ১৭তম বিসিএস (বিচার) ব্যাচের একজন সদস্য।

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission