হাতিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

হাতিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ , ০৮:৫৭ পিএম


হাতিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 
ছবি : আরটিভি

নোয়াখালী হাতিয়ায় দিনব্যাপী ঠোঁট কাটা ও তালু কাটা এবং ক্লাব-ফুট বা পায়ের পাতা বাঁকা রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১৫ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিশুর হাসি সামাজিক সংস্থা ও হাতিয়াস্থ তারাস ডায়াগনস্টিক ল্যাবের যৌথ উদ্যোগে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। 

অর্ধশতাধিক রোগীকে বিনামূল্যে বাছাই ও পরামর্শ দেয়া হয়। বাছাইকৃত ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের পরবর্তীতে অপারেশন ও ওষুধপত্র সহ যাবতীয় সেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে। শিশুর হাসি সামাজিক সংস্থার বিশেষজ্ঞ চিকিৎসকগণ উক্ত সেবা প্রদান করেন।

বিজ্ঞাপন

ফ্রি মেডিকেল ক্যাম্পে শিশুর হাসি সামাজিক সংস্থার সভাপতি মো. সাফায়াত খান, নির্বাহী পরিচালক মো. মোশারফ হোসেন, ফিজিওথেরাপিস্ট মো. মাসুদ আলম, ফিল্ড সুপারভাইজার ওসমান গণি অন্তর, তারাস ডায়াগনস্টিক ল্যাবের সহব্যবস্থাপনা পরিচালক মো. জিল্লুর রহমান উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, শিশুর হাসি সামাজিক সংস্থা জন্মগত সমস্যাগ্রস্ত বিশেষভাবে ঠোঁট কাটা, তালু কাটা, মাড়ি কাটা ও ক্লাব-ফুট বা পায়ের পাতা বাঁকা রোগীদের নিয়ে সমগ্র চট্টগ্রাম বিভাগে ২০১৭ সাল থেকে কাজ করে আসছে। এখন পর্যন্ত প্রায় ২ হাজারের অধিক ঠোঁট কাটা, তালু কাটা ও মাড়ি কাটা রোগী এবং ৫ শতাধিক ক্লাব-ফুট বা পায়ের পাতা বাঁকা রোগীদের সম্পূর্ণ সুস্থ করে সমাজের মূল স্রোতধারায় ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে।

আরটিভি/এএএ-টি 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission