• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

৫০০ টাকার জন্য মামাতো ভাইকে খুন

আখাউড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ জানুয়ারি ২০২৫, ২১:১৬
ছবি : আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটির জেরে ফুফাতো ভাইয়ের হাতে ইসরাফিল মিয়া (১৮) নামে এক যুবক খুন হয়েছেন।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবদুল কাদের। এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মেহারী ইউনিয়নের খেউড়া পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে কসবা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিহত ইসরাফিল কসবা উপজেলার মেহারী ইউনিয়নের খেওড়া গ্রামের মিন্টু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ব্যাটারিচালিত অটোরিকশা চালক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইসরাফিল মিয়া ও একই গ্রামের মজনু মিয়ার ছেলে বাবু মিয়া পরস্পর মামাত-ফুফাতো ভাই। তারা দুইজন মিলে গ্রামের মেলায় রিং খেলার দোকান বসায়। মেলা শেষে দোকানে ১ হাজার টাকা লোকসান হয়। লোকসানের অর্ধেক ৫০০ টাকা বাবু ইসরাফিলের নিকট দাবি করেন।

এদিকে ইসরাফিল বাবুর কাছে পূর্বেই ৫০০ টাকা পাওনা ছিল। ইসরাফিল ওই টাকা বাবুকে কর্তন করে দিতে চেয়েছিল। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। পরে রাত আটটার দিকে ইসরাফিলের বাবা ছেলেকে নিয়ে বাবুদের বাড়িতে গিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করলে বাবু ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে ইসরাফিলের মাথায় আঘাত করে।

গুরুতর আহত অবস্থায় ইসরাফিলকে তার বাবা ও স্থানীয় লোকজন কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের বলেন, তারা মামাত-ফুফাতো ভাই। মাত্র ৫০০ টাকা দেনা-পাওনা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বাবু লাঠি দিয়ে আঘাত করে ইসরাফিলকে খুন করেছে। অভিযুক্ত বাবুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরটিভি/এএএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমার মেয়ের খুনি কে, আমি কি বিচার পাব না: প্রশ্ন তিন্নির বাবার
অন্যের সঙ্গে পরকীয়া করতেন স্ত্রী, সন্দেহে খুন করলেন স্বামী
পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে যুবক খুন
২ হাজার ২৭৬ নেতাকর্মী গুম-খুনের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি