• ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
logo

নিখোঁজ মাকে হন্যে হয়ে খুঁজছে সন্তানরা

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ জানুয়ারি ২০২৫, ২২:০১
ছবি: সংগৃহীত।

মাদারীপুর শিবচরে ফজিলাতুন্নেছা (৭০) নামের এক বৃদ্ধ নারীর নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে। নিখোঁজের পর থেকেই নিজের মাকে হারিয়ে দিশেহারা সন্তানেরা।

বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে শিবচর প্রেস ক্লাবে মায়ের সন্ধান চেয়ে সাংবাদ সম্মেলন করেন নিখোঁজের সন্তান ও স্বজনরা।

নিখোঁজ ফজিলাতুন্নেছা উপজেলার পাঁচ্চর ইউনিয়নের হোগলার মাঠ গ্রামের মৃত্যু রহমান আকনের স্ত্রী ।

পরিবার সূত্রে জানা যায়, রোববার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের ছোট কুতুবপুর বাজারে বিকাশের দোকানে আসেন ফজিলাতুন্নেছা ছেলের কাছে টাকা পাঠানোর জন্য । এরপর আর তিনি বাড়ি ফেরেন নি। তবে তার ব্যবহৃত মোবাইলটি ২৪ ঘণ্টার ও বেশি সময় সচল ছিল, এরপর সেটিকেও বন্ধ দেখায়। নিখোঁজের পরের দিন সোমবার (১৩ জানুয়ারি) শিবচর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এ সময় ফজিলাতুন্নেছার বড় ছেলে আবু বক্কর আকন বলেন, আমার মায়ের বয়স হলেও আমার মা সম্পূর্ণ সুস্থ ছিলেন। নিজের রান্নাবান্না নিজেই করে খেতেন। আমি শহরে থাকলেও আমাদের মা গ্রামের বাড়িতে থাকতেন আমার ছোট ভাইয়ের সাথে। বিকাশের দোকানে টাকা পাঠাতে এসে আমার মা নিখোঁজ হয়। আমরা মায়ের সন্ধান চাই।

নিখোঁজের মেয়ে রেখা আক্তার বলেন, আমার মা তার ছোট ছেলের মায়ায় পড়ে গ্রামের বাড়িতে থাকতো। আমার মা সম্পূর্ণ সুস্থ ছিল। আমার মা একদিন আমার সাথে ফোনে কথা না বলে থাকতে পারত না। আজ কয়দিন হলো আমার মা আমাদের মাঝে নেই। সরকারের কাছে আবেদন রাখছি। সরকার যেন আমার মায়ের দ্রুত সন্ধান করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করে।

এ বিষয়ে শিবচর থানার ওসি রতন শেখ বলেন, নিখোঁজ ফজিলাতুন্নেছার মেয়ে শিবচর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। আমরা তারই প্রেক্ষিতে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং নিখোঁজের সন্ধানে কাজ করছি।


আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রেমিককে স্বামী হিসেবে না পেয়ে কিশোরীর আত্মহত্যা
মাদারীপুরে পাওনা টাকা চাইতে গিয়ে যুবককে কুপিয়ে হত্যা
স্পেনের পথে সবচেয়ে বেশি অভিবাসনপ্রত্যাশী নিখোঁজের রেকর্ড
শিবচরে বিএনপি নেত্রীর বাসায় দুর্ধর্ষ চুরি